ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘ঢাকা চ্যালেঞ্জ’

প্রকাশিত: ০৪:৫০, ২৮ অক্টোবর ২০১৭

 হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘ঢাকা চ্যালেঞ্জ’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরতে প্রথমবারের মতো ঢাকায় আয়োজন করা হয় ‘ঢাকা চ্যালেঞ্জ-২০১৭’। এই আয়োজনে ‘ট্রায়াথলন’ এবং ‘ডুয়াথলন’ নামে দু’টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে হাতিরঝিলে ‘ঢাকা চ্যালেঞ্জে’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ঢাকা চ্যালেঞ্জের ট্রায়াথলনে প্রথম হয়েছেন নিকোলাস বোকার্ড সাইদি, ডুয়াথলনে প্রথম হয়েছেন রাকিবুল ইসলাম, ট্রায়াথলনে সেরা নারী প্রতিযোগী হিসেবে প্রথম হয়েছেন জাস্টিন লেফরেস্টার ও ডুয়াথলনে সেরা নারী প্রতিযোগী হিসেবে প্রথম হয়েছেন রাবেয়া বুশরা। অনুষ্ঠানটি আয়োজন করে আউটডোরভিত্তিক প্রতিষ্ঠান ‘থাউজেনড মাইলস এক্সপেডিশন বাংলাদেশ’। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আসা নারী ও পুরুষ প্রতিযোগী এখানে অংশ নেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ড. নাসির উদ্দিন, ঢাকা চ্যালেঞ্জের আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন।
×