ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেনা কর্মকর্তাদের গোপন বৈঠকের খবর ভিত্তিহীন ॥ আইএসপিআর

প্রকাশিত: ০৪:৫০, ২৮ অক্টোবর ২০১৭

সেনা কর্মকর্তাদের গোপন বৈঠকের খবর  ভিত্তিহীন ॥ আইএসপিআর

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের গোপন বৈঠক নিয়ে ভারতের ইংরেজী দৈনিক টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদন ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আইএসপিআর বলছে, ঢাকায় কোন সেনা কর্মকর্তাদের গোপন বৈঠক হয়নি। খবরটি একদম ভিত্তিহীন। শুক্রবার আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান জনকণ্ঠকে বলেন, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। এটা এক ধরনের গুজব। এ ধরনের গুজবের উদ্দেশ্য জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এসব গুজবে কান না দিতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। গত বুধবার ভারত ও বাংলাদেশী সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফের ঢাকায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের গোপন বৈঠক এমন একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার মহাখালীতে অবসরপ্রাপ্ত এক লেফটেন্যান্ট জেনারেলের বাসায় গত ২১ অক্টোবর বৈঠকে বসেন সাবেক ও বর্তমান ২০ সেনা কর্মকর্তা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাবেক এক সেনাপ্রধানের উপস্থিতিতে ওই বৈঠকে ‘স্পর্শকাতর বিষয়ে’ আলোচনা হচ্ছিল। কিন্তু বৈঠকের বিষয়টি ফাঁস হয়ে গেলে ‘তাদের পরিকল্পনা অঙ্কুরেই নষ্ট’ করে দেয়া হয়েছে। ঢাকার একটি সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাদের ‘চিহ্নিত করে’ তাদের ‘সরানোর প্রক্রিয়া’ শুরু হয়েছে। কিন্তু একই প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, সেনা কর্মকর্তাদের গোপন বৈঠকের কোন খবর তাদের কাছে নেই। এদিকে, টেলিগ্রাফকে উদ্ধৃত করে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অতীতে সেনা অভ্যুত্থান হয়েছে একাধিকবার। তাই খবরটি নিয়ে উদ্বেগ রয়েছে। ২০১৮-র শেষে বাংলাদেশে নির্বাচন। এখন রোহিঙ্গা সমস্যা নিয়েও দেশ আলোড়িত। সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই। তারা যে শেখ হাসিনাকে পছন্দ করে না, তা জানা। পর্দার আড়ালে তাহলে কি ঘটছে? এমন প্রশ্ন তুলেছে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ।
×