ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজব পতঙ্গ

প্রকাশিত: ০৪:৪৩, ২৮ অক্টোবর ২০১৭

আজব পতঙ্গ

এক আজব পতঙ্গ ঘিরে জোর গবেষণা শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায়। যার শরীরের প্রথম অংশ অনেকটা মথের মতো দেখতে হলেও, শরীরের নিচের অংশ অনেকটা মাকড়সার মতো। আর সেই আজব ধরনের পতঙ্গের ভিডিও প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। শুধু তাই নয়, ওই পতঙ্গের ভিডিও ইতোমধ্যে ভাইরালও হয়ে গিয়েছে। জানা যায়, আজব দেখতে ওই পতঙ্গের নাম গ্যানজিস মথ। তবে দেখতে যতই ভয়ানক হোক না কেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার ওই আজব পতঙ্গ নিয়ে ভয়ের তেমন কিছু নেই বলে গবেষকরা জানিয়েছেন। পশ্চিম অস্ট্রেলিয়া, নর্দান টেরিটরি এবং কুইন্সল্যান্ডেই ওই আজব পতঙ্গের দেখা মিলেছে। -ওয়েবসাইট অবলম্বনে।
×