ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেইমারে মুগ্ধ এমবাপে

প্রকাশিত: ০৪:২২, ২৮ অক্টোবর ২০১৭

নেইমারে মুগ্ধ এমবাপে

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি এক সাক্ষাতকারে নেইমার জানান, প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মেসি হতে চান তিনি। বার্সিলোনায় চার মৌসুম খেলে ব্রাজিলিয়ান এই তারকা সতীর্থ হিসেবে পেয়েছেন লিওনেল মেসির মতো ফুটবলারকে। ন্যুক্যাম্পে নেইমারকে আগলে রেখেছেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা মেসি। ঠিক তেমনি পিএসজিতেও তরুণ সতীর্থদের আগলে রাখতে চান নেইমার। মেসির দেখানো পথেই হাঁটছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। কিলিয়ান এমবাপেও জানালেন নেইমার হয়ে উঠেছেন তার বড় ভাই। ফরাসী সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এমবাপে বলেন, ‘সে আমার সঙ্গে এমনভাবে ব্যবহার করে যেন মনে হয় আমার বড় ভাই। নেইমারের মতো দারুণ একজনের পাশে প্রতিদিন থাকতে পারাটা বিশাল কিছু। সে বড় মাপের একজন খেলোয়াড়, যে পিএসজিকে আরও সামনে নিয়ে যাবে। আরও অনেক কিছু করার সক্ষমতা তার আছে।’ গ্রীষ্মকালীন দলবদলে নেইমারের পর এমবাপেকে দলে টেনেছে পিএসজি। ১৬০ মিলিয়ন ইউরো খরচ করে ধারে মোনাকো থেকে পিএসজিতে গেছেন এই ফরাসী তারকা। পিএসজিতে এক সঙ্গে খেলার সূত্রেই ভাল সম্পর্ক গড়ে উঠেছে নেইমার-এমবাপের। এমবাপের চোখে নেইমার তার বড় ভাইয়ের মতো। নেইমার-এমবাপের সঙ্গে পিএসজির আক্রমণ ভাগে দেখা যায় এডিনসন কাভানিকে। পেনাল্টি নিয়ে নেইমারের সঙ্গে কাভানির দ্বন্দ্ব থাকলেও এমবাপে ধরলেন অন্য সূর। বলেন, ‘কাভানি বন্ধুভাবাপন্ন একজন। একজন পরিপূর্ণ সতীর্থ নেইমার ও আমার জন্য। পেশাদার মনোভাবটা তার মধ্যে প্রবল।’
×