ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতীয় ক্রিকেটে ডোপ-কলঙ্ক!

প্রকাশিত: ০৪:২২, ২৮ অক্টোবর ২০১৭

ভারতীয় ক্রিকেটে ডোপ-কলঙ্ক!

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় এক ক্রিকেটারের বিরুদ্ধে নিষিদ্ধ ড্রাগ নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি এনেছে খোদ ওয়ার্ল্ড এ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। সংস্থাটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে অবশ্য ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। রিপোর্টে বলা হয়েছে, ১৫৩ জন ভারতীয় ক্রিকেটারের মধ্য থেকে একজনের ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিংবা ওয়াডা থেকে সেই ক্রিকেটারের নাম গোপন রাখা হয়েছে। তবে তালিকায় থাকা বাকি ভারতীয়, ২৪ বাংলাদেশী ও ৫২ জন পাকিস্তানী ক্রিকেটারের কারও ক্ষেত্রেই এমনটা হয়নি। ওয়াডা থেকে জানানো হয়েছে, নাম প্রকাশ না করা ওই ভারতীয় ক্রিকেটারের মূত্রের নমুনায় নিষিদ্ধ মাদকের উপস্থিতির প্রমাণ মিলেছে। তবে তিনি জাতীয় দলের ক্রিকেটার কি না সেটিও নিশ্চিত করা হয়নি। সাবেক ফিফা রেফারি জহিরুল আলমের ইন্তেকাল স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক ফিফা রেফারি, বাংলাদেশের প্রথম ফিফা ইন্সট্রাক্টর, সাবেক বাফুফে রেফারিজ বোর্ডের সেক্রেটারি জহিরুল আলম শুক্রবার দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজেউন)। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। জহিরুল আলম ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জহিরুল আলমের মৃত্যুতে বাফুফের সভাপতি সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তা, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
×