ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্তানদের সেরা দেখতে চান সি আর সেভেন

প্রকাশিত: ০৪:২০, ২৮ অক্টোবর ২০১৭

সন্তানদের সেরা দেখতে চান সি আর সেভেন

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের মৌসুমে মিশ্র সময় পার করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লা লিগায় ভাল না করলেও চ্যাম্পিয়ন্স লীগে আছেন তুখোড় ফর্মে। গত মৌসুমে ছিলেন অপ্রতিরোধ্য। সেই পুরস্কার পাচ্ছেন চলতি বছরে। কিছুদিন আগে জিতেছেন টানা দ্বিতীয়বারের মতো ফিফা সেরার পুরস্কার। দারুণ এই সময়ে রিয়াল কিছুটা পিছিয়ে থাকলেও ক্ষতি পুষিয়ে দিতে সংকল্পবদ্ধ পর্তুগীজ সুপারস্টার। খেলোয়াড়ী জীবনে সফল এই তারকা তার সন্তানদেরও এক নম্বর দেখতে চান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, টুইটারে এক ছবিতে সন্তানদের নাম্বার ওয়ান হওয়ার পরামর্শ দিয়েছেন রোনাল্ডো। সেখানে সি আর সেভেন লেখেন, আমার সন্তানদের শেখাচ্ছি যে, প্রতিভা, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার একমাত্র উপায়। ছবিতে দেখা যায় জিমে বেশ সিরিয়াস অনুশীলন করছেন রোনাল্ডো। আর তার বড় ছেলে রোনাল্ডো জুনিয়র ছোট ছেলে মাতেওকে নিয়ে বাবার অনুশীলন দেখছে। এদিকে এক খুদে ভক্তের মায়ের আবদার রাখতে মেক্সিকো ছুটে গেছেন বর্তমান ফিফা সেরা তারকা। গত মাসে মেক্সিকোতে এক ভূমিকম্পে নিহত হয় দুই শতাধিক মানুষ। সেই ঘটনায় নিহত হয় ১৯ জন শিশু। এরই মধ্যে একজন সান্টিয়াগো মোরা। শিশুটি মারা যাওয়ার পর তার মা টুইটারে জানান, সান্টিয়াগো রোনাল্ডোর ভক্ত ছিল। মেয়ের আত্মার শান্তির জন্য রোনাল্ডোকে আসার আকুতি জানান তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়া আবেদনটি রোনাল্ডোর কান পর্যন্ত পৌঁছালে তিনি আর স্থির থাকতে পারেননি। শেষ পর্যন্ত খুদে ভক্তের বাসায় আসেন তিনি। এই সময় সান্টিয়াগোর বাবা মাকে সান্ত¡না দেন পর্তুগাল অধিনায়ক। সান্টিয়াগো মোরার স্মরণে তার ভাই লিওনার্ডোকে একটি জার্সিও উপহার দেন রোনাল্ডো। এই সময়ে তিনি মাঠে আরও ভাল পারফর্মেন্স করার প্রত্যয় ব্যক্ত করেন। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করা রিয়াল মাদ্রিদের অন্যতম সফল খেলোয়াড় ছিলেন রোনাল্ডো। এ কারণে প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত ফিফা এ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোনাল্ডোর পাশাপাশি অধিকাংশ পুরস্কারেই ছিল রিয়ালের আধিপত্য। রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের হয়ে ২০১৬-১৭ মৌসুমে রোনাল্ডো ৪৮ ম্যাচে করেছেন ৪৪ গোল। এর মধ্যে আছে গত ৩ জুন কার্ডিফে জুভেন্টাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ৪-১ গোলের জয়ের ম্যাচে করা দুটি অসাধারণ গোল। ক্যারিয়ারে তৃতীয় চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা প্রাপ্তিতে ১২ ম্যাচে ১৬ গোল, পর্তুগালকে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া এ সবই রোনাল্ডোকে ২০১৭ সালের সেরা ফুটবলারের খেতাব জয়ে সহযোগিতা করেছে। পারফর্মেন্সের এ ধারাবাহিকতা এবারও ধরে রাখতে চান সুদর্শন সুপারস্টার।
×