ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তবুও হতাশ ভিলিয়ার্স!

প্রকাশিত: ০৪:১৯, ২৮ অক্টোবর ২০১৭

তবুও হতাশ ভিলিয়ার্স!

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচসেরা হয়েও হতাশ হন। এমন ক্রিকেটার আছেন? আছেন। তিনি এবি ডি ভিলিয়ার্স। যিনি বাংলাদেশের বিপক্ষে প্রথম টি২০তে ম্যাচসেরা হয়েছেন। কিন্তু এরপরও হতাশ। প্রথম টি২০ ম্যাচে শুরুতেই বিপাকে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। মেহেদী হাসান মিরাজ শুরুতেই হাশিম আমলাকে আউট করে দিয়েছিলেন। এরপর এবি ডি ভিলিয়ার্স ব্যাট হাতে নেমে যেন সব উল্টে পাল্টে দেন। ধুমধাড়াক্কা ব্যাটিং করতে থাকেন। আর দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে রান জমা হতে থাকে। দল যখন ৯৭ রানে যায় তখন ভিলিয়ার্সকে আউট করে দেন মিরাজ। ২৭ বলে ৮ চারে ৪৯ রান করে আউট হন ভিলিয়ার্স। ততক্ষণে বাংলাদেশের বারোটা বেজে যায়। ম্যাচটিতে শেষ পর্যন্ত ২০ রানে জিতে দক্ষিণ আফ্রিকা। ভিলিয়ার্সের চেয়েও বেশি রান করেন কুইন্টন ডি কক (৫৯)। কিন্তু শুরুতেই ভিলিয়ার্স যে মারমুখী ব্যাটিং দেখান, রান দ্রুতই স্কোরবোর্ডে জমা করেন; তাতে ভিলিয়ার্সকেই দেয়া হয় ম্যাচসেরা। এই ম্যাচসেরার পুরস্কার পেয়েও খুশি হতে পারেননি ভিলিয়ার্স। সন্তুষ্ট হতে পারেননি। কেন? রান যে কম করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। যতক্ষণ ক্রিজে ছিলেন, বিধ্বংসী ব্যাটিংয়ে শাসন করেছেন বাংলাদেশের বোলারদের। আউট হওয়ার আগে ঝড়ো ইনিংসই উপহার দিয়েছেন। ম্যাচসেরাও হয়েছেন। কিন্তু ভিলিয়ার্সের চাওয়া আরও বেশি ছিল। তাই হতাশ হয়েছেন। নিজেই তা বলেছেনও, ‘শুরুর দিকে ব্যাটিংয়ে আসার সবচেয়ে ভাল দিকটা হলো আপনি নিজের মতো করে একটা ভিত গড়তে পারেন, যার ওপর দাঁড়িয়ে এগিয়ে যাওয়া যায় যেটা এবার আমি করতে পারিনি। এ জন্য হতাশ।’ আট বাউন্ডারিতে সাজানো ডি ভিলিয়ার্সের ঝড়ো ইনিংসটাই আসলে পার্থক্য গড়ে দিয়েছে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার। দ্রুত রান তোলার কারণ ব্যাখ্যায় ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান জানিয়েছেন, ব্যাটিং পজিশনে ওপরে উঠে আসার সুবিধাটা নিতে পেরেছেন তিনি। বলেছেন, ‘এটা (ব্যাটিং পজেশনের উন্নতি) আমাকে কাজে দিয়েছে, বিশেষ করে প্রথম ছয় ওভারের মধ্যে ক্রিজে আসতে পেরে। মাঠে আসার পর কুইনি (কুইন্টন ডি কক) আমাকে বলেছিল, বল কিছুটা জোরে আসছে, আর উইকেটে বেশ বাউন্সও আছে, যে বিষয়টা আসলে আমরা উপভোগ করেছি।’ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইংল্যান্ডের বিপক্ষে টি২০ খেলেছেন ভিলিয়ার্স জুনে। এরপর আর কোন ফরমেটেই খেলেননি। আবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে ফিরেছেন। ব্যাট করার সুযোগ যে ম্যাচটিতে পেয়েছেন তাতেই ১৭৬ রানের ইনিংস খেলেছেন। প্রথম টি২০তেও ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন। কিন্তু ব্যক্তিগত স্কোরবোর্ডে রান কম হওয়াতে হতাশ ভিলিয়ার্স।
×