ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে বেকারীতে আগুন ॥ ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৩:১০, ২৭ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জে বেকারীতে আগুন ॥ ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জের কাচারীগল্লি এলাকার নাহার ফুড এন্ড বেকারীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মালিক পক্ষ ব্যাপক ক্ষতি দাবি করেছে। মন্ডলপাড়া ও হাজীগগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, শুক্রবার বিকেলে নাহার ফুড এন্ড বেকারীতে আগুন সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বেকারীতে। আগুনের লেলিহানশিখা প্রায় আট থেকে দশফুট উচুতে উঠে যায়। আগুনে টিনশেড বেকারীটি ভস্মীভূত হয়। আগুনের সময় আশপাশের দোকানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনস্থলে শত শত লোকজন ভিড় করে। এ সময় পুলিশকে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল হক জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌচ্ছে আগুন নেভানোর জন্য যায়। কিন্তু সরু রাস্তা ও পানির সল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট এসে যোগ দেয়। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আমরা প্রাথমিকভাবে আগুনে ৮ লাখ টাকা ক্ষতি দেখিয়েছি। তবে তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভক হবে।
×