ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাগর পরিচ্ছন্ন রাখতে

প্রকাশিত: ০৭:০১, ২৭ অক্টোবর ২০১৭

সাগর পরিচ্ছন্ন রাখতে

চিলির প্রেসিডেন্ট বুধবার একটি বিলে সই করেছেন যাতে দেশটির উপকূলীয় এলাকায় প্লাস্টিরে ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। প্লাস্টিকের কারণে চিলির আশপাশের সমুদ্রে জলজ প্রাণী এখন বিপন্ন অবস্থায়। প্লাস্টিক থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত কণিকা জালজ প্রাণীর খাদ্য শেষ করে দেয়। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড কর্তৃপক্ষের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। -এএফপি পীত জ্বরের আশঙ্কায় ব্রাজিলের সাওপাওলো শহরে পীত জ্বর ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় শিশুদের ব্যাপকভাবে টিকা দেয়া শুরু হয়েছে। সাওপাওলো মেট্রোপলিটান এলাকায় গত কয়েকদিনে অনেক বানর মারা গেছে। পীত জ্বর মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে এ আশঙ্কায় এখন লোকজন শিশুদের টিকা দেয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভিড় করছে। উল্লেখ্য, ব্রাজিলের অর্থনীতির প্রাণকেন্দ্রে সাওপাওলো বিশ্বের অন্যতম জনবহুল শহর। -এএফপি
×