ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ড্রা আর্ডেনের শপথ গ্রহণ

প্রকাশিত: ০৭:০০, ২৭ অক্টোবর ২০১৭

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ড্রা আর্ডেনের শপথ গ্রহণ

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে জাসিন্ড্রা আর্ডেন (৩৭) বৃহস্পতিবার ওয়েলিংটনে শপথ গ্রহণ করেছেন। সক্রিয়, মনোযোগী, সহানুভূতিশীল ও শক্তিশালী সরকারের প্রধান হিসেবে তিনি ক্ষমতা গ্রহণ করলেন। খবর এবিসি নিউজ অনলাইনের। নতুন সরকারে আর্ডেন ও অন্য উর্ধতন মন্ত্রীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন ও শপথ গ্রহণ করেন। নিউজিল্যান্ডে নির্বাচন অনুষ্ঠানের এক মাস পর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করল। গত ২৩ সেপ্টেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমর্থকদের উদ্দেশে আর্ডেন বলেন, প্রথমেই আমি এই বলে শুরু করতে চাই যে, এই সরকার আপনার সঙ্গে আপনার বাড়ির সামনে এখানে বিস্ময়কর মানুষকে সঙ্গে নিয়ে অসাধারণ ও একটি বিশেষাধিকার সম্মান নিয়ে বলতে চাই, আজ আমি বলতে চাই আমি আপনাদের সরকার হিসেবে শপথ নিলাম। এ সরকার সব নিউজিল্যান্ডবাসীর সরকার।
×