ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৫:৫৩, ২৭ অক্টোবর ২০১৭

ঝলক

দরজা খুলবে স্মার্টফোন এ্যাপে ‘এ্যামাজন কি’ নামের নতুন এক সেবায় পণ্য সরবরাহকারী ব্যক্তি স্মার্টফোন এ্যাপ দিয়ে গ্রাহকের বাড়ির সামনের দরজা খুলতে পারবেন। গ্রাহকের বাড়ির সামনের দরজা খুলে ঘরের ভেতর পণ্য সরবরাহ করতে পারবেন এ্যামাজনের সরবরাহকারী ব্যক্তি; এমন সেবা চালু করছে প্রতিষ্ঠানটি। এই সেবার জন্য একটি স্মার্ট লক ও ক্লাউড ক্যাম ক্যামেরা থাকতে হবে গ্রাহকের। সরবরাহকারী পণ্যের বারকোড স্ক্যান করবেন। একবার সেটি অনলাইনে যাচাই হলে ক্যামেরাতে ফুটেজ রেকর্ডিং শুরু হবে এবং সরবরাহকারী ব্যক্তি এ্যাপ দিয়ে দরজা এনালক করতে পারবেন। এক্ষেত্রে গ্রাহক সরবরাহ লাইভ দেখার বা সংক্ষিপ্ত ভিডিও দেখার অপশন বাছাই করতে পারবেন। তবে গ্রাহক এটি ব্যবহার করার আগে তাদের আশ্বস্ত হতে হবে যে ব্যবস্থাটি নিরাপদ। এই ডিভাইসের মাধ্যমে বাড়ির পরিচ্ছন্নতা কর্মী বা মেহমানদেরও বাড়িতে প্রবেশের অনুমতি দেয়া যেতে পারে বলে জানানো হয়েছে। কয়েক বছর ধরেই পণ্য সরবরাহ সেবা উন্নত করার চেষ্টা চালাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭টি শহরে এই সেবা চালু করবে এ্যামাজন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, এই ব্যক্তিদের বিশেষভাবে যাচাই করা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই ও মোটরযান রেকর্ড নজরদারিতে রাখা হবে। গ্রাহককে পণ্য সরবরাহের দিন তাদের নিরাপত্তা ব্যবস্থা শিথিল করতে হবে যাতে পণ্য সরবরাহকারী ঘরে প্রবেশ করতে পারেন। এ্যামাজনের ক্লাউড ক্যামের দাম বলা হয়েছে ১২০ মার্কিন ডলার। আর স্মার্টলক ও ইনস্টলেশনসহ দাম পড়বে ২৪৯ দশমিক ৯৯ ডলার। -বিবিসি নতুন রোবটকুকুর নতুন করে রোবটকুকুর বানাচ্ছে সনি। স্মার্ট হোম ডিভাইসের সঙ্গে কাজ করবে এই রোবট। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, সামনের মাসেই রোবটটি উন্মোচনের পরিকল্পনা রয়েছে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা জাপানী প্রতিষ্ঠানটির। এর আগে নব্বই ও দুই হাজারের দশকে ‘আইবো’ কুকুররোবট বাজারে এনেছে সনি। রোবটগুলোরই উন্নত সংস্করণ হবে নতুন রোবটকুকুর। প্রতিবেদনে বলা হয়, নতুন রোবটে উন্নত নড়াচড়া ও ইন্টারনেট সংযোগ থাকবে। এর মাধ্যমে আরও দক্ষতার সঙ্গে ঘরের স্মার্ট ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করতে পারবে রোবটটি। নতুন রোবটটির নামও ‘আইবো’ রাখা হবে কিনা তা এখনই স্পষ্ট করে জানানো হয়নি প্রতিবেদেনে। এর আগে বাণিজ্যিকভাবে সাফল্য পায়নি আইবো। ২০০৬ সালে এই পণ্য বাতিল করেন সনির সাবেক প্রধান হাওয়ার্ড স্ট্রিংগার। বাণিজ্যিকভাবে সফল না হলেও এটিকে প্রতিষ্ঠানের একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে দেখছে সনি। তাই এবার নতুন করে পণ্যটি বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কয়েক বছর আগে এক এক্সপেরিয়া ক্যাম্পেনে দেখা গেছে আইবো রোবট। সম্প্রতি প্রতিষ্ঠানের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও এই রোবটের কয়েকটি মডেল দেখা গেছে। এর আগে ‘আইবো’ রোবটের মূল্য ছিল ২ হাজার ৫০০ মার্কিন ডলার। নতুন রোবটের দাম কত রাখা হবে তা এখনই ধারণা করা যাচ্ছে না। -ওয়াল স্ট্রীট জার্নাল বিচ্ছেদের ৪০ বছর পর মিলন বিল ব্রুকম্যান ও মেডেলেইন কোবার্ন নামে যুক্তরাজ্যের এক জুটি দুজন দুজনকে ভালবাসলেও আলাদা হয়ে যান মিস কোবার্নের রাগী বাবার কারণে। ১৯৭৮ সালে বিল ব্রুকম্যান মিস কোবার্নকে নিয়ে পাবে যেতে চেয়েছিলেন। সে সময় ব্রুকম্যানের বয়স ছিল ২৩ ও মিস কোবার্নের ১৬ । মিস কোবার্নের বাবা তাকে পাবে যেতে দেননি। কিন্তু অনেক বছর পর আবারও তাদের দেখা হয় ২০০৮ সালে। এরপর একদিন বিল মেডেলেইনকে বাইরে নিয়ে যেতে চান। বিবিসির রেডিও ফোরের অনুষ্ঠানে এরা দুজন জানিয়েছেন তাদের প্রেম কাহিনী। ভাগ্য আসলেই খুব অবাক করা বিষয়। মাঝেমধ্যে ৪০ বছরের অপেক্ষাও মধুর হয়ে ওঠে, বলেন বিল। ১৯৭৮ সালে দুজনের পরিচয় হয় একটা নাটক করতে গিয়ে। বিল ওই নাটকটি পরিচালনা করেছিলেন, আর তাতে অংশ নিয়েছিলেন ১৬ বছর বয়সী মেডেলেইন। তখন মেডেলেইনকে ভাল লেগে যায় বিলের। তিনি এক সময় মেডেলেইনকে প্রেম প্রস্তাবও দেন, বাইরে বের হবার প্রস্তাবেও সায় দেন মেডেলেইন। কারণ তিনিও বিলকে পছন্দ করতেন। তবে তাদের প্রেমে বাদ সাধেন মেডেলেইনের বাবা। তিনি বলেন, বিল অনেক বেশি শিল্প অনুরাগী এবং তাই তার মেয়ে বিলের সঙ্গে মিশুক তা তিনি চান না। বিলকে না জানিয়েই পূর্বনির্ধারিত স্থানে আর যাননি মেডেলেইন। এরপর মেডেলেইন আর কখনও বিয়ে করেননি। যদিও বিল বিয়ে করেছিলেন এবং তার আগের স্ত্রীর ঘরে দুই ছেলেও রয়েছে। ২০০৮ সালে একটি স্কুলের প্রজেক্টের কাজে দুজনের দেখা হয়। এরপর দুজনের মধ্যে আবার ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং বিল আবারও মেডেলেইনকে পাবে যাবার প্রস্তাব দেন। -বিবিসি
×