ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেভরন যাচ্ছে না, আরও বিনিয়োগ করবে

প্রকাশিত: ০৫:৪৮, ২৭ অক্টোবর ২০১৭

শেভরন যাচ্ছে না, আরও বিনিয়োগ করবে

স্টাফ রিপোর্টার ॥ বছরখানেকের নানা নাটকীয়তার পর মার্কিন বহুজাতিক তেল গ্যাস কোম্পানি শেভরন বাংলাদেশ না ছাড়ার কথা সরকারকে জানিয়েছে। শেভরনকে বাংলাদেশে রাখতে আরও ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন দিতে হচ্ছে সরকারকে। বৃহস্পতিবার একটি সৌর বিদ্যুত কেন্দ্রের চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুত জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শেভরনের বাংলাদেশ না ছাড়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান। ওই অনুষ্ঠানে তিস্তা সোলার লিমিটেডের সঙ্গে ২০০ মেগাওয়াটের একটি সোলার পার্ক স্থাপনের চুক্তি সই হয়। জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়েজউল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় জনকণ্ঠকে বলেন, শেভরন আমাদের নতুন করে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এই অর্থে তারা কম্প্রেসার স্থাপন করবে। কেন কম্প্রেসার স্থাপন করবে জানতে চাইলে বলেন, ওখানে গ্যাসের চাপ কমে যাচ্ছে। গ্যাসের চাপ কমে যাবে জানলে কেন ৫০০ মিলিয়ন ডলার খরচ করে শেভরনকে নতুন কূপ করার অনুমোদন দেয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, আগে কি করা হয়েছিল জানি না। তারাতো প্রস্তাব দিয়েছে আমরাতো সেটা দেখব। গত বছরের মাঝামাঝি থেকে শেভরন বাংলাদেশ ছাড়ার ঘোষণা দেয়। বিশ^বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় নিজেদের লোকসানের অজুহাতে শেভরন বাংলাদেশসহ এশীয় অঞ্চলের বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দেয়। কিন্তু এর আগেও শেভরন তাদের বিবিয়ানা ক্ষেত্রে কম্প্রেসার স্থাপনের জন্য পেট্রোবাংলার কাছে প্রস্তাব দেয়। পেট্রোবাংলা ওই প্রস্তাবে রাজি না হওয়ায় শেভরণ বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত সরকারকে অনানুষ্ঠানিকভাবে জানায়। সরকার সেসময় শেভরনের হাতে থাকা তিনটি গ্যাস ক্ষেত্র কিনে নেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু শেভরন বাংলাদেশের সঙ্গে আলোচনা না করেই গত ২৪ এপ্রিল চীনা হিমালয় এনার্জি লিমিটেডের সঙ্গে চুক্তি সই করে। হিমালয় চীনের জিং হুয়া কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান। এরপর পেট্রোবাংলা শেয়ার হস্তান্তরে সায় না দিলে বিপাকে পড়ে শেভরন। গত ১৯ জুলাই শেভরন পেট্রোবাংলার সঙ্গে একটি বৈঠক করে। ওই বৈঠকের আলোচনার বিষয় শেভরন বা পেট্রোবাংলা কারো পক্ষ থেকে জানানো হয়নি। এমনকি ওইদিন পেট্রোবাংলায় নির্ধারিত সময়ের আগে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়। নসরুল হামিদ বলেন, শেভরন বাংলাদেশ থেকে তাদের ব্যবসায় গুটিয়ে চলে যাচ্ছে না। উল্টো গ্যাস কূপ উন্নয়নে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, শেভরন বাংলাদেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখন তারা আরও বিনিয়োগ করবে। শুধু শেভরন নয় বিদ্যুত জ্বালানি খাতে এখন অনেক বিদেশী প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চাইছে।
×