ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা পরিষদে উপস্থাপনের জন্য খসড়া তৈরি করছে

মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধির নতুন উদ্যোগ যুক্তরাজ্য ও ফ্রান্সের

প্রকাশিত: ০৫:৪৭, ২৭ অক্টোবর ২০১৭

মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধির নতুন উদ্যোগ যুক্তরাজ্য ও ফ্রান্সের

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গাদের ওপর নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে নতুন করে উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। নিরাপত্তা পরিষদের প্রভাবশালী এই দুই সদস্য মিয়ানমারের ওপর চাপ বাড়াতে একটি খসড়া তৈরি করেছে। নিরাপত্তা পরিষদে তোলার জন্য খসড়া প্রস্তাবে দুটি দেশই মিয়ানমার সরকারকে রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধ এবং বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যেন মিয়ানমারে ফিরে যেতে পারে, সে বিষয়ে আহ্বান জানিয়েছে। তবে ৬ পৃষ্ঠার খসড়া প্রস্তাবে মিয়ানমারের প্রতি কোন ধরনের অবরোধ আরোপের কথা উল্লেখ করা হয়নি। চীনের তীব্র বিরোধিতার সত্ত্বেও চলমান রোহিঙ্গা সঙ্কটে এ খসড়া প্রস্তাবে জাতিসংঘের প্রথম কোন আনুষ্ঠানিক পদক্ষেপ। মিয়ানমারের ওপর চাপ বাড়াতে রোহিঙ্গা ইস্যুতে তৈরি করা নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো শক্ত কোন পদক্ষেপের কথা বলা হয়নি। তবে রাখাইন প্রদেশে অবিলম্বে সেনা অভিযান বন্ধ এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর সহিংসতা ও বিদ্রোহী রোহিঙ্গাদের হামলার নিন্দা জ্ঞাপন। মানবাধিকার লঙ্ঘনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও উগ্র বৌদ্ধদের সংশ্লিষ্টতায় গভীর উদ্বেগ প্রকাশ। রাখাইন প্রদেশে মানবিক সহায়তার অবাধ প্রবেশগম্যতা নিশ্চিত করা। জাতিসংঘের তদন্তকারী দলকে হত্যাযজ্ঞ অনুসন্ধানের অনুমতি দেয়া। মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত নিয়োগের দাবি উত্থাপন। কোফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করার আহ্বান। মানবাধিকারের প্রতি সম্মান রেখে রাখাইনে সৃষ্ট সঙ্কটের মূল খুঁজে বের করার আহ্বান। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ধর্মীয় ও জাতিগত বৈষম্য নিরসন। মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক সুবিধা নিশ্চিতকরণ।
×