ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা

সাতক্ষীরায় যুবদল নেতাকে ধরে গণপিটুনি, পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৫:২৫, ২৭ অক্টোবর ২০১৭

সাতক্ষীরায় যুবদল নেতাকে ধরে গণপিটুনি, পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কলারোয়া উপজেলা যুবদল সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি আব্দুল কাদের বাচ্চুকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পর উপজেলার সরসকাটি বাজার থেকে তাকে ধরে পুলিশে দেয়া হয়। গ্রেফতারকৃত বাচ্চু উপজেলার তুলশিডাঙ্গা গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে। স্থানীয় জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু জানান, সন্ধ্যায় সরসকাটি বাজারে সোহাগের চায়ের দোকানে বসে যুবদল নেতা বাচ্চু ও জয়নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীমসহ ১০-১২ জন সরকারবিরোধী কথাবার্তা বলছিল। এ সময় ১২ নং যুগেখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন প্রতিবাদ করলে তারা তাকে মারধর করে। উপস্থিত লোকজন এগিয়ে এসে বাচ্চুকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ সময় বাচ্চুর সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়। সরসকাটি ফাঁড়ির ইনচার্জ এসআই তারেক জানান, স্থানীয়রা বাচ্চুকে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
×