ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রায় ঘোষণার পর প্রকাশ হয়নি এমন মামলার তালিকা চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ০৫:২৪, ২৭ অক্টোবর ২০১৭

রায় ঘোষণার পর প্রকাশ হয়নি এমন মামলার তালিকা চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ রায় ঘোষণার পর এখনও প্রকাশ করা হয়নি এমন মামলার তালিকা সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারদের কাছে চেয়েছে হাইকোর্ট। ২৯ অক্টোবরের মধ্যে এই তালিকা প্রধান বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা (হাইকোর্ট বিভাগ) মোহাম্মদ সাজ্জাদ খানের কাছে জমা দিতে বলা হয়েছে। প্রকাশ্য আদালতে রায় ঘোষিত হলেও এখনও রায় লেখা সম্পন্ন হয়নি, কিংবা রায় লেখা হলেও তা বেঞ্চ কর্মকর্তাদের কাছে রয়ে গেছে- এমন মামলার তালিকা চাওয়া হয়েছে বলেও জানা গেছে। প্রধান বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ খানের সঙ্গে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চ কর্মকর্তাদের এক সভায় এই তালিকা চাওয়া হয়। মোহাম্মদ সাজ্জাদ খান এ তথ্য পরে সাংবাদিকদের জানান। উল্লেখ্য, গত ৪ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞা বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের উদ্দেশে দেয়া এক অভিভাষণে দিনের কাজ দিনেই সম্পন্ন করতে নির্দেশ দেন। সেদিন তিনি বলেছিলেন, দিনের কাজ দিনেই শেষ করতে হবে। কোন আদেশ বা রায়ে বিচারক স্বাক্ষরের পরপরই দ্রুত তা শাখায় জমা দিতে হবে। কোন নথি ধরে রাখবেন না। এ অবস্থায় প্রধান বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা বেঞ্চ অফিসারদের কাছে মামলার তালিকা চাইলেন।
×