ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিএসজিতে সতীর্থদের সঙ্গে নেইমারের দ্বন্দ্ব চরমে

প্রকাশিত: ০৪:৩৪, ২৭ অক্টোবর ২০১৭

পিএসজিতে সতীর্থদের সঙ্গে নেইমারের দ্বন্দ্ব চরমে

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্বের বিস্ময় ফুটবলার নেইমার। রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে বার্সিলোনা থেকে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়ায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তার যোগদানের পর থেকেই বদলে যেতে শুরু করে প্যারিসের ক্লাবটি। নতুন করে পিএসজির প্রেমে পড়তে থাকেন ফুটবল সমর্থকরা। কিন্তু ড্রেসিংরুমের হাল-চালটা কি জানেন? এডিনসন কাভানির সঙ্গে পেনাল্টি আর ফ্রি-কিক নিয়ে ঝামেলা বাধার পর হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন অনেকেই। নবীন সদস্য হয়েও পিএসজির অভিজ্ঞ তারকা উরুগুইয়ান স্ট্রাইকারের সঙ্গে এমন ব্যবহার প্রদর্শনের পর তা স্বাভাবিকভাবে দেখেননি অনেক ফুটবলবোদ্ধাই! যদিওবা এসবের কিছুকেই সামনে আসতে দেয়নি নেইমারের দুর্দান্ত পারফমেন্স! কেননা, ফ্রেঞ্চ লীগ ওয়ান কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ সর্বত্রই অসাধারণ পারফর্ম করছেন সাবেক বার্সিলোনা এবং সান্তোস ফরোয়ার্ড। একের পর এক গোল করে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নেইমার। তবে এর মধ্যেই নতুন বোমা ফাটিয়েছে ফরাসী দৈনিক ‘লে প্যারিসিয়েন’। এক প্রতিবেদনে তারা দাবি করেছে, নেইমারকে নিয়ে পিএসজির অন্য খেলোয়াড়রা সন্তুষ্ট নন! কারণ ক্লাবের পক্ষ থেকে অতিরিক্ত সুবিধে পাচ্ছেন পিএসজির এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তাদের মতে, নেইমারের জন্য ক্লাব কর্তৃপক্ষ দুইজন ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট বরাদ্দ রেখেছে। অনুশীলনে নেইমারের ওপর কোনরকম জোরে ট্যাকল করার অনুমতি নেই। তাছাড়া ম্যাচ চলাকালে প্রতিপক্ষের আক্রমণ ডিফেন্স করার ক্ষেত্রেও নেইমারকে দায়মুক্ত করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ! শুধু তাই নয়, অর্থনৈতিক বৈষম্যও নেইমারের সঙ্গে দলের অন্য খেলোয়াড়দের মধ্যে একটা পার্থক্য গড়ে তুলেছে। এ বিষয়ে ‘লে প্যারিসিয়েন’ কিছু দৃষ্টান্তও সামনে তুলে ধরেছে। পিএসজিতে নেইমারই একমাত্র খেলোয়াড় যিনি ব্যক্তিগত ব্যাগ এবং স্পন্সর নিজের ইচ্ছেমতো পছন্দ করতে পারবেন। যেখানে দলের অন্য খেলোয়াড়দের অবশ্যই পিএসজির লোগোসহ ব্যাগ ব্যবহার করতে হবে। এটাও শেষ কথা নয়, অদূর ভবিষ্যতে নেইমার আরও সুযোগ-সুবিধা পাবেন। বিশেষ করে পরবর্তী মৌসুম থেকে ব্রাজিলিয়ান তারকা একাই পেনাল্টি শট নিবেন। যদিওবা এখন কাভানির সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন তা। তবে নেইমার যেভাবে খেলছেন, দলও যেভাবে এগিয়ে চলছে তার ধারাবাহিকতা থাকলে হয়তো এসব বিষয়গুলো সামনে আসলেও বড় ধরনের কোন ঝামেলা হবে না। কিন্তু বাজে পারফর্মেন্সের কবলে পড়লেই হুমকির মুখে পড়বে নেইমারের ক্যারিয়ার! তবে সান্তোস কিংবা বার্সিলোনার ক্যারিয়ারে কখনই নিষ্প্রভ দেখা যায়নি নেইমারকে। পিএসজিতে সেটাই হতে পারে নেইমারের অনুপ্রেরণা। নেইমারের এসব কর্মকা- সামনে এসেছে গত সপ্তাহে মার্শেইর বিপক্ষে লালকার্ড দেখার পর। তবে পিএসজির কোচ উনাই এমেরি বলছেন, এই ভুল থেকেই শিক্ষা নেবেন নেইমার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনও সে লীগ, ক্লাব সতীর্থ এবং রেফারির সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে। তবে সে খুব বুদ্ধিমান। রবিবার যা ঘটেছে সেখান থেকেও শিক্ষা নেয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন। ম্যাচের আগেই আমি তার সঙ্গে কথা বলেছিলাম। পরামর্শ দিয়েছিলাম যে কোন ধরনের ঝামেলাই এগিয়ে যেতে। কিন্তু মাঠে সে তার মেজাজ ধরে রাখতে পারেনি। তবে খেলোয়াড়রাও মানুষ। আমি বলব, তাদের উচিত নিজেদের নিয়ন্ত্রণ করে চলা এবং নিজেদের কাজটা ভালভাবে সম্পন্ন করা।’ ফ্রেঞ্চ লীগ ওয়ানে গত কয়েক মৌসুম ধরেই পিএসজির একক রাজত্ব। কিন্তু গত বছর শিরোপা ধরে রাখতে পারেনি তারা। পিএসজিকে টপকে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা জয়ের স্বাদ পায় মোনাকো। তবে উনাই এমেরির দল এবার শিরোপা পুনরুদ্ধারে মরিয়া। এখন পর্যন্ত কোন ম্যাচে হার দেখেনি কাভানি-এমবাপে-নেইমাররা। সেই দাপট দেখা যায় পয়েন্ট টেবিলেও। এখন পর্যন্ত সবার ওপরে অবস্থান করছে পিএসজি।
×