ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩৩, ২৭ অক্টোবর ২০১৭

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল। এরপর চারটি ম্যাচ হয়। টানা চার ম্যাচে জিতে আয়ারল্যান্ড ‘এ’ দলকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৭৬ রানে জিতে আইরিশদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। বুধবার চতুর্থ ওয়ানডেতে ৪ উইকেটে জিতেই সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে ও তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। একম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করার পর সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশও করল বাংলাদেশ। বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে টস জিতে আয়ারল্যান্ড আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করার সুযোগটি ভালভাবেই কাজে লাগায় স্বাগতিকরা। ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৮৬ রান করে। ইয়াসির আলী দুর্দান্ত ব্যাটিং করে দেখান। ১০১ বলে ৮ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন। তার এই ব্যাটিংয়ের সঙ্গে সাদমান ইসলামের ৬৮ রানে বিশাল স্কোরই গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৩.৪ ওভারে ২১০ রান করতেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। হারও হয় বড় ব্যবধানে। জ্যাক টেকটর সর্বোচ্চ ৬৬ রান করতে সক্ষম হন। আবু হায়দার রনি ৩টি, সানজামুল ইসলাম ও ইমরান আলী এনাম ২টি করে উইকেট নেন। দুই দলের মধ্যকার সিরিজ শুরু হয়েছিল চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ দিয়ে। সিলেটে হওয়া এ ম্যাচটিতেও ৫ উইকেটে জিতে বাংলাদেশ। এরপর টানা পাঁচ ওয়ানডেতেই জেতার সুযোগ ছিল। কিন্তু প্রথম ওয়ানডেটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডে হওয়ার পর তৃতীয় ওয়ানডে আবার বৃষ্টিতে হয়নি। পরিত্যক্ত হয়। কিন্তু দুই দল সমঝোতায় এসে সূচীতে পরিবর্তন আনে। এরপর তৃতীয় ওয়ানডে হয়। চতুর্থ ওয়ানডেটি আবার ২০ ওভারে নিয়ে আসা হয়। পঞ্চম ওয়ানডে যথারীতি ৫০ ওভারেই হয়। তাতে করে চারটি ওয়ানডেই জিতে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে দেয়। এ সিরিজে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের একের পর এক হারের মাঝে সুসংবাদই দিয়েছে। ওয়ানডে সিরিজে একমাত্র সেঞ্চুরিয়ান হচ্ছেন বাংলাদেশের ইয়াসির আলী। ব্যাট হাতে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪০.২৫ গড়ে ১৬১ রান করে দুই দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হয়েছেন। বল হাতে আবু হায়দার রনি ১০ উইকেট নিয়ে শীর্ষে আছেন। সিরিজটিতে বাংলাদেশেরই জয়জয়কার হয়। স্কোর ॥ পঞ্চম ও শেষ ওয়ানডে বাংলাদেশ ‘এ’ দল ইনিংস ২৮৬/৬; ৫০ ওভার (ইয়াসির ১০২*, সাদমান ৬৮, তানভির ২৬; ম্যাককার্থি ২/৪৫)। আয়ারল্যান্ড ‘এ’ দল ইনিংস ২১০/১০; ৪৩.৪ ওভার (টেকটর ৬৬, এ্যান্ডারসন ৪৫; রনি ৩/৩৮)। ফল ॥ বাংলাদেশ ‘এ’ দল ৭৬ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ইয়াসির আলী (বাংলাদেশ ‘এ’ দল)। সিরিজ ॥ বাংলাদেশ ‘এ’ দল ৪-০ ব্যবধানে সিরিজ জয়ী।
×