ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ইউনিলিভার বিজমায়েস্ট্রোস চ্যাম্পিয়ন হলো ওয়াই নট

প্রকাশিত: ০৪:২১, ২৭ অক্টোবর ২০১৭

এবার ইউনিলিভার বিজমায়েস্ট্রোস চ্যাম্পিয়ন হলো ওয়াই নট

সারাদেশের ৯৪ ক্যা¤পাসকে হারিয়ে এবার ইউনিলিভার বিজমায়েস্ট্রোস ২০১৭-এর চ্যাম্পিয়ন হয়েছে ওয়াই নট দল। বিজমায়েস্ট্রোস হলো বাস্তব জীবনের ব্যবসায়িক প্রতিযোগিতার মঞ্চ, যা ৫ম বার ‘এমপ্লয়ার অব চয়েস’ খেতাব অর্জনকারী* বাংলাদেশের সবচেয়ে বড় এফএমসিজি প্রতিষ্ঠান, ইউনিলিভার বাংলাদেশ দ্বারা আয়োজিত। বিজমায়েস্ট্রোসের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ নিজেদের জন্য ট্যালেন্ট পাইপলাইন তৈরি করার পাশাপাশি প্রতিভাবান বিজয়ীদের আন্তর্জাতিক পর্যায়ে লন্ডনে অনুষ্ঠিতব্য গ্লোবাল কম্পিটিশন ‘ইউনিলিভার ফিউচার লিডারস লিগ ২০১৮’-তে অংশগ্রহণের সুযোগ করে দেয়। বিজমায়েস্ট্রোস-এর ৮ম সিজনের শুরুতেই ৬টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোড-শো করে প্রচার চালায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। বিশ্ববিদ্যালয়গুলো হলো আইবিএ- ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, বুয়েট এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস। সকল বিচার-বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে আইবিএ থেকে ওয়াই নট দল। আইবিএ থেকে ওয়াচমেন দল জিতে নেয় ফার্স্ট রানার্স-আপের সম্মান এবং একইসঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস থেকে সেকেন্ড স্ট্রিং দল হয় সেকেন্ড রানার্স-আপ। ওয়াই নট দলের যাত্রা শুধু চ্যা¤িপয়নশিপ টাইটেল অর্জনের মাধ্যমেই শেষ নয়। এখন তারা আন্তর্জাতিক পর্যায়ে লন্ডনে অনুষ্ঠিতব্য গ্লোবাল কম্পিটিশন, ‘ইউনিলিভার ফিউচার লিডারস লিগ ২০১৮’-তে অংশগ্রহণের মাধ্যমে সারা বিশ্বের ৪০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। -বিজ্ঞপ্তি
×