ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লেজিসলেটিভ বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগে ক্ষোভ

প্রকাশিত: ০৪:১৯, ২৭ অক্টোবর ২০১৭

লেজিসলেটিভ বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগে ক্ষোভ

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিবের পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্ত্রণালয়ের কর্মকতাবৃন্দ। বর্তমান সচিব মোহাম্মদ শহিদুল হকের চুক্তির মেয়ার তৃতীয় দফায় বৃদ্ধির প্রস্তাবে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিভাগের ৯৯ প্রথম শ্রেণীর কর্মকর্তাসহ কর্মচারীবৃন্দ। রবিবার বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশেনের কার্যনির্বাহী কমিটির সভায় এই ক্ষোভ ও হতাশা প্রকাশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশনের সভাপতি এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ ইসরাইল হোসেন। আরও উপস্থিত ছিলেন এই বিভাগের যুগ্ম-সচিব এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য। সভায় জনানো হয়, লেজিসলেটিভ সার্ভিস নিয়ন্ত্রণকারী প্রশাসনিক বিভাগের নিয়মিত সচিব হিসেবে মোহাম্মদ শহিদুল হক প্রথম পর্যায়ে ৫ বছর এবং পরবর্তীতে চুক্তিভিত্তিক হিসেবে প্রথমে এক বছর, পরে দুই বছরসহ মোট ৮ বছর এই বিভাগের সচিব পদে অধিষ্ঠিত রয়েছেন। এরপরও বিভাগের ৯৯ প্রথম শ্রেণীর কর্মকর্তাসহ মোটি ২৭৪ কর্মচারীর দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির, এমনকি এ বিষয়ে সরকারের গ্রহীত সিদ্ধান্ত বাস্তবায়নের কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এরপরও আবার তার চুক্তিভিত্তিক নিয়োগে প্রস্তাব যাওয়ায় সকল কর্মকর্তা-কর্মচারী ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।Ñবিজ্ঞপ্তি ঢাকার ৫৮ খাল দখলমুক্ত করার নির্দেশ হাইকোর্টের স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগরের ৫৮ খাল আগামী দুই সপ্তাহের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াংকা হত্যা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি তার মামা জাহিদুল ইসলাম রিন্টুর শাস্তি কমিয়ে যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। মুন্সীগঞ্জের লৌহজং সরকারী কলেজের জমি দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। সিলেটে চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতে জালিয়াতির মামলায় দন্ডিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ প্রদান করে। ঢাকার ৫৮ খাল আগামী দুই সপ্তাহের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ বৃহস্পতিবার এ নির্দেশ দেন।গত ২৪ অক্টোবর (মঙ্গলবার) একটি জাতীয় দৈনিকে ‘ঢাকার খালে ২৪৮ দখলদার’ শিরোনামের একটি প্রতিবেদন স্বপ্রণোদিতভাবে আমলে নিয়ে ঢাকা জেলা প্রশাসনকে (ডিসি) এ নির্দেশ দেয়া হয়। আদেশে আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট খালগুলো দখলমুক্ত করা এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে আদালতকে তা জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
×