ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকায় একত্রে পাঁচ মেলা শুরু

সোলার, পাওয়ার, কন এক্সপো, সেফটি এ্যান্ড সিকিউরিটি ও রিয়েল এস্টেট এক্সপো

প্রকাশিত: ০৪:১৮, ২৭ অক্টোবর ২০১৭

সোলার, পাওয়ার, কন এক্সপো, সেফটি এ্যান্ড সিকিউরিটি ও রিয়েল এস্টেট এক্সপো

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় একসঙ্গে আন্তর্জাতিক মানের পাঁচটি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সোলার, পাওয়ার, কন-এক্সপো, সেফটি এ্যান্ড সিকিউরিটি ও রিয়েল এস্টেট এক্সপো বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। দেশে আন্তর্জাতিক মানের এত বড় আয়োজন এবারই প্রথম। এখন পর্যন্ত এ ধরনের আয়োজন হয়নি। মেলা উপলক্ষে আয়োজক সংস্থা সেমস জানিয়েছে, মেলার প্রথম দিনেই দর্শকরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নিয়েছেন। একসঙ্গে প্রদর্শনীগুলো উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হার্ষ বর্ধন শ্রিংলা, পানিসম্পদ মন্ত্রণালয় সিনিয়র সেক্রেটারি জাফর আহমেদ খান, মোঃ সাইফুল ইসলাম (মহিউদ্দীন), সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ডাঃ রাজিব শিং, ডিরেক্টর জেনারেল, ইন্ডিয়া চেম্বার অব কমার্স (আইসিসি)। প্রধান অতিথির বক্তৃতায় এইচ টি ইমাম বলেন, দেশে একসঙ্গে এত বড় আয়োজন এর আগে কখনও হয়নি। এ আয়োজনের মধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদেশী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বিভিন্ন উন্নত প্রযুক্তি ভাগাভাগি করে নিতে পারবেন দেশীও উদ্যোগক্তারা এতে লাভবান হবেন। দেশের মানুষও উন্নত সেবার ভাগি হবেন। এখানে অনেক বিদেশী নামীদামী প্রতিষ্ঠান অংশ নিয়েছেন। তাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে ও শেখার আছে। এ ধরনের আয়োজনে দেশ উপকৃত হবে। সেমস গ্লোবালের গ্রুপ প্রেসিডেন্ট এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম বলেন, তিন দিনব্যাপী ঢাকায় আন্তর্জাতিক সোলার, পাওয়ার, কন-এক্সপো, সেফটি এ্যান্ড সিকিউরিটি ও রিয়েল এস্টেট এক্সপো বাংলাদেশ ২০১৭ অনুষ্ঠিত হচ্ছে। মেলার প্রথমদিনেই দর্শকদের উপস্থিতি আমাদের আয়োজনকে স্বার্থক করে তুলবে বলে আশা করা যাচ্ছে। আমরা একইসঙ্গে ৫টি বৃহত্তর আয়োজন রয়েছে। এগুলো হচ্ছে ‘১৯তম পাওয়ার বাংলাদেশ এক্সপো ২০১৭’, ‘১৪তম সোলার বাংলাদেশ এক্সপো ২০১৭,’ ‘২১তম কন-এক্সপো বাংলাদেশ ২০১৭’; ‘১৮তম রিয়েল এস্টেট এক্সপো বাংলাদেশ ২০১৭’ ও ‘২য় ইন্টারন্যাশনাল সেফটি এ্যান্ড সিকিউরিটি এক্সপো বাংলাদেশ ২০১৭’। মেলায় বাংলাদেশ, রাশিয়া, জাপান, আমেরিকা, ইউক্রেন, সিঙ্গাপুর, চীন, ইংল্যান্ড, মালয়েশিয়া, ইউএই, সাউথ কোরিয়া, ইতালি, জার্মানি ও তুরস্কের ভোক্তা ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক প্রদর্শনীতে থাকছে বিদ্যুত উৎপাদন ও বিতরণ, সৌর বিদ্যুত, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণসামগ্রী, নির্মাণকৌশল, যন্ত্রাংশ, সেফটি ও সিকিউরিটি এবং আবাসন শিল্পের পণ্য ও সেবার বিশাল সমাহার। মেলায় বিশ্বের ১৫ দেশ, ২৫০ প্রতিষ্ঠান, ৩৫০ স্টল স্থান পেয়েছে। ভোক্তা ও উদ্যোগক্তাদের জন্য একটি যুগোপযোগী প্লাটফর্ম। যেখানে কার্যকরী যোগাযোগের মাধ্যমে উদ্যোগক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারছেন। ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের সরাসরি সাক্ষাত এবং আলাপচারিতার এ সুযোগের ফলে সবার মধ্যে সেতুবন্ধন গড়ে উঠবে যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সেমস্ গ্লোবাল ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বহুজাতিক প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সংস্থাটি বিশ্বের ৭ দেশে সেমস্ ইউএসএ, সেমস্ চায়না, সেমস্ ইন্ডিয়া, সেমস্ বাংলাদেশ, সেমস্ শ্রীলঙ্কা, সেমস্ ইন্দোনেশিয়া ও সেমস্ ব্রাজিল নামে নিজস্ব অফিস পরিচালনা করছে। পাশাপাশি আরও ১০ দেশে এ্যাসোসিয়েট শাখার মাধ্যমে বছরে ৪০টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে। এবারের আয়োজনে সেমস নতুনভাবে উপস্থাপিত করছে। ১৯তম পাওয়ার বাংলাদেশ এক্সপো ২০১৭’র প্রদর্শনীটির সিলভার স্পন্সর রহিমাফরুজ এনাজি। ১৮তম রিয়েল এস্টেট এক্সপো বাংলাদেশ ২০১৭’র প্রদর্শনীটির গোল্ড স্পন্সর রুপায়স হাউসিং এস্টেট লিমিটেড, সিলভার স্পন্সর ইউএস বাংলা এ্যাসেট। এক্সিবিশনগুলোর মিডিয়া পার্টনার ডেইলি স্টার, দৈনিক সমকাল; ব্রডকাস্ট পার্টনার ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন’, রেডিও পার্টনার রেডিও টুডে’, ম্যাগাজিন পার্টনার কারিকা, বিল্ড এভিনিউ, বিজনেস টাইমস্, ক্রিয়েটিভ পার্টনার মার্কেট এজ, আইটি পার্টনার- অমার টেক এবং রিসার্চ পার্টনার- এ্যাট আর্থ বিডি। মেলার িি.িব-ৎবমরংঃৎধঃরড়হং.পড়স ওয়েবসাইটের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন অথবা ভেন্যুতে সরাসরি রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শনার্থীরা প্রদর্শনীগুলো উপভোগ করতে পারছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।
×