ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্দোনেশীয় প্রতিনিধি দলের ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন

প্রকাশিত: ০৪:১৬, ২৭ অক্টোবর ২০১৭

ইন্দোনেশীয় প্রতিনিধি দলের ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন

ইন্দোনেশিয়ার ৫ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করেন এবং আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশে ইন্দোনেশিয়া কনস্যুলার দেওয়ান্তটো প্রাইও লেনসুমিও। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। প্রতিনিধি দল জঙ্গীবাদ ও চরমপন্থা দমনে বাংলাদেশের সাফল্য, হালাল খাদ্য ও পণ্যের সনদপত্র প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, মসজিদভিত্তিক শিশু শিক্ষা ও ইজতেমা ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে সাফল্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে এদেশের আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সভায় অন্যান্যের মধ্যে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মু. আঃ হামিদ জমাদ্দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক জোবায়ের আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মারুফ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইকবাল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ডাঃ খিজির হায়াত খান প্রমুখ এতে অংশ নেন। -বিজ্ঞপ্তি
×