ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো-খবর

প্রকাশিত: ০৪:০২, ২৭ অক্টোবর ২০১৭

টুকরো-খবর

যুবকের মৃত্যুদন্ড স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আব্দুল খালেক শেখ (৫৯) নামে এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধকে কুপিয়ে হত্যার দায়ে জাহিদ শেখ (৩৮) নামের যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। আদালত একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। রায় ঘোষণার সময় জাহিদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। নিহত আব্দুল খালেক শেখ রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের দক্ষিণ সন্নাসী গ্রামের প্রয়াত আহম্মদ আলীর ছেলে। মৃত্যুদন্ডা দেশপ্রাপ্ত জাহিদ শেখ রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের দক্ষিণ সন্নাসী গ্রামের মোকাম্মেল শেখের ছেলে। তিনি নিহত আব্দুল খালেক শেখের সম্পর্কে সৎ নাতি। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি এ্যাডভোকেট সীতা রানী দেবনাথ জানান, রামপাল উপজেলার দক্ষিণ সন্নাসী গ্রামের নিহত আব্দুল খালেক শেখ শারীরিক প্রতিবন্ধী ছিলেন। প্রতিবন্ধী হওয়ায় সরকারীভাবে তিনি প্রতিমাসে ভাতা পেতেন। এই ভাতার টাকা তার সৎ নাতি জাহিদ শেখকে প্রায়ই দিতে হতো। এই ভাতার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রায়ই জাহিদ তাকে মারধর করত এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিত। একপর্যায়ে জাহিদ ক্ষুব্দ হয়ে ২০১৪ সালে ৩১ মে সন্ধ্যায় নিজ বাড়িতে ধারালো দা দিয়ে কুপিয়ে আব্দুল খালেককে হত্যা করে পালিয়ে যায়। শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৬ অক্টোবর ॥ এক সপ্তাহের মাথায় রংপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নুরনবী মিয়া (৩৫) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের কেরানিপাড়ার আজিজার রহমান নামে এক কলেজশিক্ষকের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত নুরনবী সদর উপজেলার সদ্যপুষ্করণী ইউনিয়নের পালিচড়া বকসিপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। লিয়াকত হোসেন লানচু জানান, ওই ভবনের ছাদে কাজ করছিলেন নুরনবীসহ কয়েকজন শ্রমিক। এ সময় নুরনবী পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ডিবেট ফেস্টিভ্যাল আজ শুরু স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় দুই দিনব্যাপী ষষ্ঠ ‘ইউনিমেড ইউনিহেলথ এনডিএফ বিডি কেএমসি মেডিক্যাল ডিবেট ফেস্টিভ্যাল’ আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এনডিএফ বিডি খুলনা অঞ্চল ও খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) যৌথভাবে আয়োজিত এ বিতর্ক উৎসবে দেশের ৩০ মেডিক্যাল কলেজের ৪০টি বিতার্কিক দল অংশ নিচ্ছে। সকাল ৯টায় শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হবে। প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ সফল’। বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ। এ সময় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এনডিএফ বিডি খুলনা অঞ্চলের মডারেটর মোঃ তাকদীরুল গনী, পরিচালক ডাঃ উসামা রাশেদ, ডাঃ ফরিদুজ্জামান, ডাঃ জুলকার নাইন প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেটে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে এমসি কলেজের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এমসি কলেজের প্রধান ফটকে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, হঠাৎ করে নেয়া এক সিদ্ধান্তে প্রথম বর্ষে এক বিষয়ে ‘এফ’ পাওয়া শিক্ষার্থীদের তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষার ফল স্থগিত রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের তৃতীয় বর্ষের ফল দেয়ার সময় হঠাৎ করে চাপিয়ে দেয়া এ নিয়ম আমাদের শিক্ষাজীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্ত আরও আগে জানানো উচিত ছিল। এসময় মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা অনার্স তৃতীয় বর্ষের স্থগিত ফল প্রকাশ ও বিশ্ববিদ্যালয়ের ‘ছ’ ও ‘জ’ ধারা বাতিলের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা করেন আন্দোলনকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন নাসির উদ্দিন, তাহমিনা জেবিন, সাইফুর রহমান, জয় দত্ত, আরাফাত হানিফ, উজ্জ্বল দেব, হুমায়ুন আহমদ, মাহফুজুর রহমান প্রমুখ।
×