ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলসেন্টার উদ্বোধন

প্রকাশিত: ০৪:০১, ২৭ অক্টোবর ২০১৭

কলসেন্টার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগর ভবনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার কল সেন্টার উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী প্রমুখ। চসিকের এ কল সেন্টার স্থাপনে কারিগরি সহযোগিতা দিয়েছে তথ্য প্রযুক্তি বিষয়ক বেসরকারী প্রতিষ্ঠান ‘হ্যালো ওয়ার্ল্ড।’ কেন্টারের হান্টিং নম্বর ১৬১০৪। নগরবাসী প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মোবাইল ফোন থেকে ডায়াল করে এর মাধ্যমে সেবা পাবে। সার ও বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৬ অক্টোবর ॥ কেরানীগঞ্জ উপজেলার ১১শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বৃহস্পতিবার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচী ২০১৭-১৮-এর আওতায় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি এসব বীজ ও সার বিতরণ করে। উপজেলা হলরুমে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা চৌধুরী ওয়াহিদা, যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।
×