ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানুষ হরতাল জ্বালাও-পোড়াও চায় না ॥ নাসিম

প্রকাশিত: ০৪:০০, ২৭ অক্টোবর ২০১৭

মানুষ হরতাল জ্বালাও-পোড়াও চায় না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মানুষ শান্তি চায় উন্নয়ন চায় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মানুষ হরতাল, জ্বালাও-পোড়াও চায় না। জ্বালাও-পোড়াও চক্রান্তকারীদের এ দেশের জনগণ প্রতিহত করবে। তিনি বৃহস্পতিবার বিকেলে কাজীপুরের দুর্গম চর তেকানীতে এক জনসভায় প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন। বিএনপি নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, সংবিধানের বাইরে আমরা যাব না, এটা নিয়ে কথা বলে লাভ নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। এর জন্য অহেতুক মাঠ গরম করবেন না। ১০ বছর আগে যা হয়েছে এখন আর তা হবে না। বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোন লাভ হবে না। অন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, হরতাল এ দেশের জনগণ প্রতিহত করবে। যমুনা নদীবেষ্টিত দুর্গম চর কাজীপুরের তেকানী ইউনিয়নের কিনারবেড় হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ জনসভার আয়োজন করে তেকানী ইউনিয়ন আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশীদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, আব্দুল লতিফ তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল প্রমুখ।
×