ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রজন্মকে উন্নত দেশ গড়ার নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৮, ২৭ অক্টোবর ২০১৭

প্রজন্মকে উন্নত দেশ গড়ার  নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে নানা আয়োজনের মধ্য দিয়ে উভয় ক্যাম্পাসে বৃহস্পতিবার পৃথকভাবে ‘রজতজয়ন্তী’ পালিত হয়েছে। গাজীপুর ক্যাম্পাসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এ দিনটি পালিত হয়। এ উপলক্ষে উভয় ক্যাম্পাসে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের নতুন প্রজন্মকে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। আগামীতে আরও কঠোর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের নতুন প্রজন্ম অগ্রণী শক্তি হিসেবে দায়িত্ব পালন করবে। এজন্য তাদের সুশিক্ষিত করে তুলতে হবে। কিন্তু আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিয়ে নতুন প্রজন্মকে আধুনিক ও উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। তাই আমরা চাই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই এক নতুন শিক্ষা ব্যবস্থা। নতুন প্রজন্মকে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার নির্মাতা হিসেবে গড়ে তুলতে যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, জ্ঞান-দক্ষতা ও প্রযুক্তি আয়ত্ত করা। তবে শুধুমাত্র জ্ঞান ও প্রযুক্তি দিয়ে তাদের মাথা ভর্তি করলে হবে না। তাদের একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে নতুন প্রজন্ম জনগণের প্রতি শ্রদ্ধাশীল, সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ সম্পন্ন পরিপূর্ণ এক মানুষ হয়ে গড়ে উঠতে পারে। যাতে ভবিষ্যতের বাংলাদেশ নেতৃত্ব দেয়ার মতো যোগ্য নাগরিক এবং বিশ্বে প্রযুক্তিতে জ্ঞানে তাদের উপর নির্ভর করতে পারে। সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের নতুন প্রজন্মকে গড়ে তোলার চেষ্টা করছি। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ আলোচনা সভার সভাপতিত্ব করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দুর্গাদাস ভট্টাচার্য ও অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও সাবেক কোষাধ্যক্ষ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সোহরাব হোসাইন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও অধ্যাপক ড. মশিউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ নোমান উর রশীদ বক্তব্য রাখেন। রিজভী তার বক্তব্যে বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবেশাধিকারের পাশাপাশি উন্নতমানের শিক্ষা নিশ্চিত করা আবশ্যক। অন্যথায় বিশ্ববিদ্যালয় শিক্ষা বহুলাংশে অর্থহীন হয়ে দাঁড়ায়। মানসম্পন্ন শিক্ষার জন্য মানসম্পন্ন শিক্ষক ও মানসম্পন্ন শিক্ষার্থী থাকা আবশ্যক। জাতীয় বিশ্ববিদ্যালয় এ দেশে উচ্চশিক্ষার বিস্তারে অসাধারণ ভূমিকা পালন করছে। এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। আর মানসম্পন্ন শিক্ষার জন্য প্রশিক্ষিত শিক্ষক ও ক্লাসরুম টিচিংয়ের বিকল্প নাই। বিকেলে মন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে আয়োজিত ‘রজতজয়ন্তী’ অনুষ্ঠানে যোগ দেন। তিনি র‌্যালিতে অংশ নেন এবং ‘টেকসই ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে উন্মুক্ত ও দূরশিক্ষণ’ বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নানের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম শমশের আলী, সাবেক প্রো-উপাচার্য অধ্যাপক ড. আর আই শরীফ, অর্থ কমিটির সদস্য নিজাম চৌধুরী, প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১১ আঞ্চলিক কেন্দ্রেও রজতজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৯২ সালের ২১ অক্টোবর গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
×