ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিত: ০৩:৫৭, ২৭ অক্টোবর ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সীতাকুন্ডে দুই, রাজশাহী ও বরগুনায় দুজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো সীতাকু- ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে গাড়ির ধাক্কায় এ্যাম্বুলেন্সবাহী রোগীসহ ২ জন নিহত হয়েছে। একই ঘটনায় এ্যাম্বুলেন্সে রোগীর সঙ্গে থাকা ২ নারীসহ ৪ জন আহত হয়। বৃহস্পতিবার ভোরে উপজেলার বারৈয়াঢালা ছোট দারোগারহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আক্কাস মিয়া(৬৫) ও এ্যাম্বুলেন্স চালক ছানাউল্লাহ(৩৫)। নিহত রোগী আক্কাস চট্টগ্রাম জেলার আগ্রাবাদ এলাকার গোসাইলডাঙ্গা ও চালক ছানাউল্লাহর বাড়ি পটুয়াখালী। রাজশাহী ॥ রাজশাহীতে ইটবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দীপক বিশ্বাস (৩০) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপক বিশ্বাস নগরীর আলীগঞ্জ বাগানপাড়া এলাকার মৃত ফ্রান্সিস বিশ্বাসের ছেলে। এ সময় দীপক বিশ্বাস রাস্তা পার হচ্ছিলেন। আমতলী (বরগুনা) ॥ আমতলী-কলাপাড়া মহাসড়কের ছুরিকাটা নামক স্থানে বুধবার রাতে ব্যাটারি চালিত অটোবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছোট ভাই রাসেল খান (২৮) নিহত ও বড় ভাই মাসুদ গুরুতর আহত হয়েছে। আহত মাসুদকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার পূর্বচিলা গ্রামের আমজেদ খান, তার দুই পুত্র রাসেল ও মাসুদ খান রাত পৌনে আটটার সময় আমতলী থেকে ব্যাটারি চালিত অটোবাইকে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-কলাপাড়া মহাসড়কের ছুরিকাটা নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেল নিহত হয়।
×