ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আহত পৌর কর্মচারীর মৃত্যু ॥ ইউপি সদস্যের বাড়িতে আগুন, বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৬, ২৭ অক্টোবর ২০১৭

আহত পৌর কর্মচারীর মৃত্যু ॥  ইউপি সদস্যের বাড়িতে আগুন, বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৬ অক্টোবর ॥ সরিষাবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদের সদস্যের হাতে নির্যাতিত হয়ে গুরুতর জখমের এক মাস পর সরিষাবাড়ী পৌরসভার সনদ পরিদর্শক ও যুবলীগ নেতা মারুফ হাসান (৩৫) বৃহস্পতিবার সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে মারা গেছেন। ২০ সেপ্টেম্বর তিনি নির্যাতিত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারুফ হাসানের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার পর মারুফ হাসানের উপর হামলাকারী ইউনিয়ন পরিষদের সদস্য ও অস্ত্রসহ বিভিন্ন মামলার আসামি মোবারক হোসেন রাজার বাড়িঘর পুড়িয়ে দেয় এলাকাবাসী। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীসহ বিক্ষুব্ধ জনতা তারাকান্দি যমুনা সার কারখানা এলাকার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। তারা অনির্দিষ্টকালের জন্য যমুনা সার কারখানার পরিবহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। পরে তারা সেখানে এক প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় তারা পৌর কর্মচারীর হত্যাকারী ও তার ইন্ধনদাতাদের বিচার দাবি করেন। অপরদিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী মোবারক হোসেন রাজার বাড়িঘরে অগ্নিসংযোগ করে । এ সময় নিকটবর্তী যমুনা সার কারখানা মসজিদের মোয়াজ্জিন হাফেজ রফিক মিয়ার বাড়িতেও তারা অগ্নিসংযোগ করে। মোয়াজ্জিনের স্ত্রী হাজেরা বেগম অভিযোগ করেন, হামলাকারীরা বিনা কারণে তাদের চারটি ঘর পুড়িয়ে মালামাল লুট ও প্রতিবন্ধী মেয়ে রেহেনা বেগমকে মারধর করেছে। স্থানীয় তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জোয়াহেরুল ইসলাম বলেন, পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
×