ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে গাড়ি উৎপাদন কমেছে

প্রকাশিত: ০৩:৪৮, ২৭ অক্টোবর ২০১৭

যুক্তরাজ্যে গাড়ি উৎপাদন কমেছে

চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে গাড়ি উৎপাদন কমেছে। ব্রেক্সিটের প্রভাবে গাড়ি উৎপাদন কমেছে বলে দাবি করছে দ্য সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারস এ্যান্ড ট্রেডার্স (এসএমএমটি)। যুক্তরাজ্যের গাড়ি উৎপাদন সেপ্টেম্বরে এক লাখ ৫৩ হাজার ২২৪টিতে নেমে এসেছে, যা মোট বাৎসরিক উৎপাদনের ৪ শতাংশ। এ উৎপাদন এপ্রিল, মে, জুন, আগস্ট মাসেও কমেছিল। সেপ্টেম্বর মাসে দেশটিতে গাড়ির চাহিদাও কমে ১৪ দশমিক ২ শতাংশে নেমে এসেছে, যা সারা বছরের উৎপাদন ২ দশমিক ২ শতাংশ কমার ক্ষেত্রে প্রভাব রেখেছে। তবে একজন সরকারী মুখপাত্র বলছেন, যুক্তরাজ্যের অটোমোটিভ শিল্প এখনও সাফল্যজনক। এসএমএমটির প্রধান নির্বাহী মাইক হায়েস বলেন, যুক্তরাজ্যের গাড়ি উৎপাদন চলতি বছরের পঞ্চম মাসের মধ্যে নেমে এসেছে। এটি স্পষ্ট যে, গ্রাহক কমে যাওয়া ও ব্যবসায়ে আস্থা, দেশজ চাহিদা এবং উৎপাদনের হারকে প্রভাবিত করছে। -অর্থনৈতিক রিপোর্টার
×