ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক উন্নয়নে করদাতাবান্ধব আইন প্রয়োজন

প্রকাশিত: ০৩:৪৭, ২৭ অক্টোবর ২০১৭

অর্থনৈতিক উন্নয়নে করদাতাবান্ধব আইন প্রয়োজন

অর্থনৈতিক রিপোর্টার ॥ আয়করের ক্ষেত্রে ট্যাক্স জিডিপি রেশিও বৃদ্ধি করার লক্ষ্যে নতুন নতুন করদাতা করের আওতায় আনা প্রয়োজন জানিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বিশ্বের অন্য দেশের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী বিনিয়োগবান্ধব, করদাতাবান্ধব ও রাজস্ববান্ধব আধুনিক আইন প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজন। গতকাল রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে এ প্রস্তাবনা তুলে ধরেন। মহিউদ্দিন বলেন, আমরা মনে করি সংশ্লিষ্ট স্টোকহোল্ডারদের সঙ্গে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব আয়কর আইন প্রণয়ন করা সম্ভব। যাতে করে বর্তমানে যারা কর দিচ্ছে তাদের উপরে অতিরিক্ত করের চাপ না পড়ে। এ সময় এনবিআরের চেয়ারম্যানসহ কর্তকর্তাদের উদ্দেশে ব্যবসায়ীদের পক্ষ থেকে ৮ প্রস্তাবনা তুলে ধরেন। এফবিসিসিআইয়ের দেয়া প্রস্তাবনা নিয়ে এনবিআরের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছেন, দেশের সব ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীবান্ধব আইন প্রণয়ন করতে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এনবিআর। নতুন কর আইন তৈরি করা হবে বাংলায়। কর প্রশাসনকে ব্যবসাবান্ধব করা হবে। আইনকে ব্যবসায়ীদের জন্য সহজ সরল এবং উপযোগী করা হবে। শুধু আইন নয় তা কিভাবে বাস্তবায়ন করা যায় সে লক্ষ্যে কাজ করছে এনবিআর। আগামী ১ নবেম্বর থেকে ৮ নবেম্বর পর্যন্ত কর মেলা অনুষ্ঠিত হবে।
×