ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাজিরা এ্যাপ্রোচ রোড নির্মাণে ব্যয় বেড়েছে ২১ কোটি টাকা

প্রকাশিত: ০৩:৪৭, ২৭ অক্টোবর ২০১৭

জাজিরা এ্যাপ্রোচ রোড নির্মাণে ব্যয় বেড়েছে ২১ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জাজিরা এ্যাপ্রোচ রোড এ্যান্ড সিলেক্টেড ব্রিজ এ্যান্ড ফ্যাসিলিটিজ নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে। নতুন করে এ কাজের জন্য ২১ কোটি ৬০ লাখ ১৬ হাজার টাকার মূল্য বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বুধবার সচিবালয়ে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে সেতু বিভাগের এ সংক্রান্ত একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জানা যায়, বৈঠকে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জাজিরা এ্যাপ্রোচ রোড এ্যান্ড সিলেক্টেড ব্রিজ এ্যান্ড ফ্যাসিলিটিজ নির্মাণ কাজের মূল্য বৃদ্ধিজনিত ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। নতুন করে ২০ দশমিক ১৯ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ২১ কোটি ৬০ লাখ ১৬ হাজার টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে। প্রকল্পের প্রকৃত ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। এখন প্রকল্পটির মোট ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ১৮৯ কোটি ৯৯ লাখ ১৬ হাজার টাকা। বোয়িং থেকে ৩৯ উড়োজাহাজ কিনবে সিঙ্গাপুর এয়ারলাইন্স অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে এক হাজার ৩শ’ কোটি ডলারের বিনিময়ে ৩৯টি বিমান কিনবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর হোয়াইট হাউস সফরকালে এ চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ৭০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে সিঙ্গাপুরের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। এ চুক্তিতে বোয়িংয়ের পক্ষ থেকে মূল্যছাড়ও পাওয়ার কথা রয়েছে।
×