ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইডিবির শেয়ার কিনছে সোস্যাল ইসলামী ব্যাংক

প্রকাশিত: ০৩:৪৪, ২৭ অক্টোবর ২০১৭

আইডিবির শেয়ার কিনছে সোস্যাল ইসলামী ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) পরিচালিত ওয়াকফ প্রোপার্টিজ ইনভেস্টমেন্ট ফান্ডের (এপিআইএফ) ২০০ শেয়ার কিনছে দেশের বেসরকারী খাতের ব্যাংক সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সব মিলিয়ে এ খাতে ব্যাংকটি বিনিয়োগ করবে ১৬ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগে উৎপাদনশীল খাতে আসবে দেশের ২৩ হাজার ওয়াকফ সম্পত্তি। বাংলাদেশের অর্থনীতির গতি বেশ জোরালোই। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি বা বেসিক ব্যাংকের লুটপাট- ব্যাংকিং খাতের এসব ক্যান্সারে অগ্রগতি হোঁচট খেয়েছে বারবার, কিন্তু থেমে থাকেনি। প্রবৃদ্ধির ট্রেনকে সামনে টেনে নিতে সক্রিয় সরকারী-বেসরকারী নানা উদ্যোগ, যা ছাড়িয়েছে দেশের সীমানাও। এবার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবিরি প্রোপার্টিজ ফান্ড, এপিআইএফের শেয়ার কিনছে সোস্যাল ইসলামী ব্যাংক। সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ওয়াকফ সম্পত্তিকে উৎপাদন খাতে আনতেই এ উদ্যোগ, যাতে কাজ মিলবে তরুণ সমাজের। সব মিলিয়ে কেনা হবে ২০০ শেয়ার, যার প্রতিটির মূল্য ১০ হাজার ডলার। সে হিসাবে ব্যাংকটি বিনিয়োগ করবে ১৬ কোটি টাকা, যা এপিআইএফের মোট শেয়ারের প্রায় ২ শতাংশ। এরই মধ্যে মিলেছে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনও। আর ভিনদেশে পা বাড়ানোর এ সাহস বাংলাদেশকে বিশ্বব্যাপী তুলে ধরবে নতুন মর্যাদায়, আশাবাদ ব্যাংকের চেয়ারম্যানের। সর্বশেষ হিসাবমতে, দেশে নিবন্ধনকৃত ওয়াকফ সম্পত্তির সংখ্যা ২৩ হাজার। সুষ্ঠু ব্যবস্থাপনায় যা কাজে আসতে পারে শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসহ উৎপাদন ও সেবা খাতের নানা অনুষঙ্গে।
×