ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ॥ গবর্নর

প্রকাশিত: ০৩:৪৩, ২৭ অক্টোবর ২০১৭

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ॥ গবর্নর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির বলেছেন, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সপ্তমবার্ষিকী পরিকল্পনার আলোকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংকগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বুধবার সন্ধ্যায় বরিশাল ক্লাবে ব্যাংকার ও এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গবর্নর আরও বলেন, বরিশাল অঞ্চলের অনেক ব্যাংক এসএমই ঋণ বিতরণে পিছিয়ে আছে। এটির উন্নতি ঘটাতে হবে। এসএমই খাতের ঋণের রেশিও বজায় রেখে প্রত্যেক ব্যাংকের শাখার ন্যূনতম একজন নারী উদ্যোক্তা তৈরি করতে হবে। সর্বোপরি দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনীতির উন্নয়নে ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা পালন করার জন্যও গবর্নর আহ্বান করেন। গবর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের যে অংশ এখনও উদ্ধার হয়নি তার পুরোটাই জুডিসিয়াল মামলা শেষ হলে ফিরিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সোহরাওয়ার্দী, বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক শেখ মোঃ সেলিম। ইসলামী ব্যাংক বরিশাল জোনের প্রধান মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ৩৪টি ব্যাংকের পক্ষ থেকে ৩৩ জন পুরুষ ও ১০ নারী উদ্যোক্তাসহ মোট ৪৪ জন এসএমই গ্রাহকের মাঝে ৩৮ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়।
×