ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: ০৩:২৭, ২৭ অক্টোবর ২০১৭

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় ‘মাদককে না বলুন’এই স্লোগানে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দফতরের উদ্যোগে ইউএনও তাসমিন ফারহানার সভাপতিত্বে এ অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। আরও বক্তব্য দেন, মাকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শরিয়ত উল্লাহ. ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, নাজমা সরোয়ার, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ। শিক্ষাবিষয়ক সেমিনার সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৬ অক্টোবর ॥ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষা বিষয়ক সেমিনার বৃহস্পতিবার দুপুর জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এবং সুভাষ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এ, কে, এম, সাঈদ মাহমুদ। বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ করেন। ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ারও আহবান জানান।
×