ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌলভীবাজারে পাহাড়ী ছড়া রক্ষার দাবি

প্রকাশিত: ০৩:২৬, ২৭ অক্টোবর ২০১৭

মৌলভীবাজারে পাহাড়ী ছড়া রক্ষার দাবি

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৬ অক্টোবর ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মহাজেরাবাদ, বিষামনি, এমআর খান ও রাধানগর এলাকার ওপর দিয়ে প্রবাহিত ফুলছড়া নদীর ভেতরে দু’পাড়ের নিচের অংশে বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে দখল করার প্রতিবাদে মানববন্ধন করেছেন মহাজেরাবাদ এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে মহাজেরাবাদে ফুলছড়ার পাড়ে দাঁড়িয়ে একাবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য ফারুখ মিয়া। এ সময় স্কুলগামী শিক্ষার্থী, গ্রাম্য মুরব্বি, পরিবহন শ্রমিক নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পাহাড়ী গ্রামগুলোর একমাত্র পাকা রাস্তা হচ্ছে রাধানগর-মহাজেরাবাদ সড়ক। ফুলছড়া নদীর দু’পাশ যে যার মতো করে দখল করায় এবং ওই রাস্তার পাশের পানি নিষ্কাশনের ড্রেন দখল করে ভরাট করে ফেলায় ছড়া ও বৃষ্টির পানি রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে।
×