ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ৮ জন হাজতে

প্রকাশিত: ০৩:২৬, ২৭ অক্টোবর ২০১৭

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ৮ জন হাজতে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাতক্ষীরার চম্পাফুল ইউপি চেয়ারম্যানসহ সাতজন ইউপি সদস্যের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তারা সাতক্ষীরার দ্বিতীয় আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক রাজীব রায় তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেনÑ কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি সদস্য গোলাম কাইয়ুম, আব্দুর রশিদ গাইন, মোঃ আব্দুস সাত্তার খান, ঠাকুর দাস সরকার, সংরক্ষিত মহিলা সদস্য রাধা রানী অধিকারী, রাফেজা খাতুন ও শ্যামলী রানী সরকার। ২০১৬-১৭ অর্থবছরে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ৩নং চম্পাফুল ইউনিয়নে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত ১০ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি হারে (পরিবারপ্রতি) চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। নীতিমালার আওতায় ওই ইউনিয়নের চেয়ারম্যান, ছয়জন ইউপি সদস্য ও তিনজন সংরক্ষিত নারী ইউপি সদস্য পরস্পর যোগসাজশে গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে ৬ নবেম্বরের মধ্যে নিয়মবহির্ভূতভাবে ব্যবসায়ী, চাকরিজীবী, ধনী এমন ৪৬ জন আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিকে তালিকাভুক্ত করে ৪১ হাজার ৪০০ টাকা মূল্যের চার হাজার ১৪০ কেজি চাল আত্মসাত করেন। গত বছরের ২৩ অক্টোবর ইউপি সদস্য আবুল কালাম আজাদের অভিযোগের ভিত্তিতে দুদক তদন্ত করে সত্যতা পায়। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রাজ কুমার সাহা বাদী হয়ে গত ১৪ জুন কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় উচ্চ আদালতের নির্দেশে আসামিরা নিম্ন আদালতে হাজির না হওয়ায় গত ৩ অক্টোবর সাতক্ষীরার আমলী আদালত-২-এর বিচারক রাজীব রায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। গ্রেফতারি পরোয়ানার আসামি ইউপি সদস্য আবু বক্কর গাইন ও আবু বক্কর গাজী ব্যতীত ইউপি চেয়ারম্যান ও সাত ইউপি সদস্য বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের জেলহাজতে পাঠানো হয়।
×