ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় চাঁদা দাবিতে দম্পতির ওপর হামলা

প্রকাশিত: ০৩:২৫, ২৭ অক্টোবর ২০১৭

বগুড়ায় চাঁদা দাবিতে দম্পতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় শহরের নামাজগড় গোরস্তান সংলগ্ন জহুরুল পাড়া এলাকায় চাঁদার দাবিতে শাবানা বেগম ও আব্দুল হান্নান নামে এক দম্পতিকে সন্ত্রাসীরা মারপিট, বাড়িতে হামলা ও হুমকি দিয়েছে। এতে ওই দম্পতি ভীতসন্ত্রস্থ হয়ে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে শাবানা ও তার স্বামী ছেলের ওষুধ কিনতে বাড়ি থেকে বের হলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর লোকজন তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়ির সামনেই তাদেও বেধরক মারপিট ও চাঁদা দাবি করে। শাবানা অভিযোগ করেছেন, তারা একটি বাড়ি করেছেন। এজন্য সন্ত্রাসাীরা তাদের নিকট চাঁদা দাবি করে আসছিল। তবে তিনি স্বীকার করেন তাদের সুদের কারবার রয়েছে। এক পুলিশ কর্মকর্তা ওই সময় সেখান দিয়ে যাওয়ার সময় তাকে রক্ষা করেন। ঘটনার পর ওই সন্ত্রাসীরা তার বাড়িতেও হামলা চালায় এবং চাঁদার টাকা না দেয়া হলে ছেলেকে অপহরণের হুমকি দেয়। হামলার শিকার মহিলা জানিয়েছেন, সন্ত্রাসীদের হুমকির কারণে তার ছেলেকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। কারণ হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ঘটনার পরের দিনে তিনি সদর থানায় অভিযোগ করেন। এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।
×