ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ডুয়েটের ছয় শিক্ষার্থী

প্রকাশিত: ০৩:২৫, ২৭ অক্টোবর ২০১৭

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ডুয়েটের ছয় শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছয় শিক্ষার্থী। সম্প্রতি ইউজিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রেরিত পত্রে এ তথ্য জানা যায়। ডুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন জানান, ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ ও ২০১৬ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৬৪ জনকে বাছাই করা হয়েছে। এর মধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছয় শিক্ষার্থী রয়েছে। এ বিষয়ে ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর স্বর্ণপদক ২০১৫ ও ২০১৬ সালের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছয় শিক্ষার্থীর নামের একটি তালিকা ইউজিসির কাছে পাঠিয়েছিলাম। কর্তৃপক্ষ তাদের মনোনীত করে তালিকা প্রকাশ করেছে। মনোনীত শিক্ষার্থীরা হলেন পুরকৌশল অনুষদভুক্ত পুরকৌশল বিভাগের মোঃ সুমন মিয়া, যন্ত্রকৌশল অনুষদভুক্ত যন্ত্রকৌশল বিভাগের মোঃ মনির হোসেন, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল অনুষদতভুক্ত তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের জনি বড়ুয়া, পুরকৌশল অনুষদভুক্ত পুরকৌশল বিভাগের মোঃ আরিফুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদভুক্ত ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ তৌহিদুজ্জামান এবং তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ মর্তুজা হোসেন।
×