ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

প্রকাশিত: ০৩:২৩, ২৭ অক্টোবর ২০১৭

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৬ অক্টোবর ॥ বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ডেপুটিঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াত নেতা আবদু ছামাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনেছে এলাকাবাসী। এ বিষয়ে বুধবার দৈনিক জনকণ্ঠের অনলাইনে সংবাদ প্রকাশের পর ওই প্রধান শিক্ষক তার মুঠোফোন (নং-০১৮১২৭৯৩৩৩৩) হতে বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৪ মিনিটে সাংবাদিক জোবাইর চৌধুরীকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন। তাছাড়া বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষক অভিযোগ থেকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন দফতরে তদবির চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বৃহস্পতিবার বিদ্যালয়ে উপস্থিত না থেকে নিজেকে বাঁচানোর জন্য চট্টগ্রাম নগরে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসায় পাড়ি জমিয়েছেন বলে অভিযোগকারীরা জানান। এ ঘটনায় সাংবাদিক জোবাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলে ইউএনও ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।
×