ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘুষ গ্রহণের অভিযোগে শিক্ষা অফিসার অবরুদ্ধ

প্রকাশিত: ০৩:২২, ২৭ অক্টোবর ২০১৭

ঘুষ গ্রহণের অভিযোগে শিক্ষা অফিসার অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘুষের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বাকবিত-ার একপর্যায়ে বৃহস্পতিবার সকালে জনতার তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েছেন জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও নিয়োগ বাছাই কমিটির সদস্য সচিব আক্তারুজ্জামান মিলন। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান অবরুদ্ধের হাত থেকে ওই কর্মকর্তাকে রক্ষা করেছেন। সূত্রমতে উপজেলার ৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের দফতরী কাম নৈশপ্রহরী নিয়োগকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা অফিসার ও নিয়োগ বাছাই কমিটির সদস্য সচিব আক্তারুজ্জামান মিলন ঘুষ বাণিজ্যে মেতে ওঠেন। ওইপদের বিপরীতে প্রকাশিত রেজাল্টে চাকরি না পাওয়া প্রার্থীরা জানান, তাদের কাছ থেকে উপজেলা শিক্ষা অফিসার চাকরি দেয়ার কথা বলে ঘুষ গ্রহণ করেছেন। অভিযোগকারীরা জানান, একইপদে একাধিক ব্যক্তির কাছ থেকে ৫ থেকে ৭ লাখ টাকা করে ঘুষ নেয়া হয়। অভিযোগকারী উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের মধ্যচর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রার্থী ইয়াসিন হোসেন সাদ্দাম জানান, তার কাছ থেকে চার লাখ, চানপুর ইউনিয়নের কানাইগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রার্থী বাশার মাঝি জানান, তার কাছ থেকে উপজেলা শিক্ষা অফিসার ছয় লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন। দফতরী কাম নৈশপ্রহরী পদে চাকরি না হওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তারা উপজেলার ডাক বাংলোর সামনে বসে উপজেলা শিক্ষা অফিসারের কাছে ঘুষের টাকা ফেরত চান।
×