ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইকবাল খন্দকারের ‘পণ্ডিতের পাঠশালা’

প্রকাশিত: ০৭:০২, ২৬ অক্টোবর ২০১৭

ইকবাল খন্দকারের ‘পণ্ডিতের পাঠশালা’

সংস্কৃতি ডেস্ক ॥ ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় এশিয়ান টিভির জন্য নির্মিত হলো সাপ্তাহিক স্যাটায়ার শো ‘প-িতের পাঠশালা’। আগামীকাল ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নতুন ধারার এই অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শুক্রবার রাত ১০টায়। প্রথম পর্বের অতিথি ড. ইনামুল হক এবং ফারুক আহমেদ। মোঃ হারুন-উর-রশীদের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বাবুল আক্তার। প্রধান দুই অতিথি ছাড়াও প্রথম পর্বে থাকছে এমন এক বিশেষ অতিথির উপস্থিতি, যাকে এর আগে কখনোই কোন টিভি অনুষ্ঠানে দেখা যায়নি। আর এটিই অনুষ্ঠানের অন্যতম চমক। ‘প-িতের পাঠশালা’ প্রসঙ্গে ইকবাল খন্দকার বলেনÑআমরা আমাদের সেরাটুকু ঢেলে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করিনি। তাই জোর দিয়ে বলতে পারি, এই অনুষ্ঠানের একেকটি পর্ব একেকভাবে দর্শকদের বিনোদিত করবে।
×