ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৪, ২৬ অক্টোবর ২০১৭

টুকরো খবর

অস্ত্রসহ চার ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৫ অক্টোবর ॥ কেরানীগঞ্জে ৪ ডাকাতকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে শুভাঢ্যা চিতাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা ও ২টি ছুরি জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- রানা হাওলাদার, কামাল হোসেন, শাওন ও কামাল বেপারি। র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ জানান, আটককৃতরা ডাকাতদলের সদস্য। এরা বিভিন্ন এলাকায় যানবাহন ও পথচারীদের আটকে ডাকাতি করত। তিনি আরও জানান, রাত ১০টার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চার ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়। ৬ রোহিঙ্গা পুশইন করেছে বিএসএফ সংবাদদাতা, মেহেরপুর, ২৫ অক্টোবর ॥ মুজিবনগর সীমান্ত দিয়ে একই পরিবারের চার সন্তানসহ ছয় রোহিঙ্গা সদস্যকে পুশইন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে তাদের ভারতীয় সীমান্তের গেট খুলে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে কেদারগঞ্জ বাজার থেকে রহিঙ্গা পরিবারটিকে পুলিশ থানায় নেয়। আটককৃতরা বর্তমানে মুজিবনগর থানা হেফাজতে রয়েছে। পুলিশ জানায়, ভোরে আটককৃত রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান নেয়। তাদের কথাবার্তায় সন্দেহ হলে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায় সাত মাস আগে মিয়ানমারে নির্যাতনে শিকার হয়ে ভারতের পাঞ্জাব শহরে চলে যায়। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে গাড়ি যোগে সীমান্তে নিয়ে আসে। ভোরে বিএসএফ গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। দুই মাদকসেবীর দণ্ড নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৫ অক্টোবর ॥ ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনকারীকে ৬ মাস করে জেল প্রদান করেছে। মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর কলেজ গেটে মাদক সেবন অবস্থায় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৬ মাস করে জেল প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, মাদকসেবী উপজেলার দেউলি গ্রামের আতিয়ার রহমানের ছেলে দেলোয়ার হোসেন ও হিজলতলা গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে তজিবর সরদার মজিদপুর থেকে মাদক নিয়ে সেবন করছিল। সঠিক প্রমাণাদি পাওয়ায় তাদের ৬ মাস করে জেল প্রদান করা হয়েছে। দশ দালাল আটক নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৫ অক্টোবর ॥ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল থেকে ১০ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, আঞ্চলিক পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে দীর্ঘদিন যাবত দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় বুধবার সকাল থেকেই র‌্যাব-৮ সদস্যরা তাদের আটকের জন্য ওঁৎ পেতে থাকে। এ সময় সমীর কর্মকার, আমানুল্লাহ, ইসমাইল মৃধা, কামাল হোসেন ও জাকির হোসেনকে আটক করে র‌্যাব সদস্যরা। এদের মধ্যে সমীর কর্মকার ও আমানুল্লাহকে এক মাস করে, ইসমাইল মৃধা ও কামাল হোসেনকে ১৫ দিন করে এবং জাকির হোসেনকে ৭ দিনের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে একই অপরাধে সদর হাসপাতাল থেকে আশিক দাস, কিরণ বেপারী, আল-আমিন, সবুজ দাস ও আলম ফকিরকে আটক করে প্রত্যেককে পাঁচ শ’ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এসব দালালরা সহজে ও অল্প সময়ে পাসপোর্ট পাইয়ে দেয়ার কথা বলে জনগণের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল। মুড়াপাড়া বাজারে আগুন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৫ অক্টোবর ॥ মুড়াপাড়া বাজারে হাই ইঞ্জিনিয়ারিং এ্যান্ড স্যানেটারি কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে ভস্মীভূত হয়ে কারখানার মেশিনপত্র, শোরুমের আসবাবপত্র, কাঁচামাল, কবুতরসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক দাবি করেছে। কারখানার মালিক আব্দুল হাই শেখ জানান, মঙ্গলবার গভীর রাতে তার মালিকানাধীন মুড়াপাড়া বাজারের হাই ইঞ্জিনিয়ারিং এ্যান্ড স্যানেটারি কারখানায় আগুন লাগে। সাঘাটায় রোহিঙ্গা নারী আটক নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৫ অক্টোবর ॥ সাঘাটা উপজেলার বোনারপাড়ায় রোহিঙ্গা নারী সাবিত্রী সিংহকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১০টায় সে বোনারপাড়া বাজার এলাকায় ঘোরাফেরা করছিল। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে বোনারপাড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আটক ওই রোহিঙ্গা নারী মিয়ানমারের ভাষায় কথা বলছিল। সে তার স্বামীর নাম মৃত মোহন সিংহ এবং তার বাড়ি বার্মায় বলে উল্লেখ করেন। এছাড়া বিস্তারিত কিছু তার কাছে জানা যায়নি। বিদ্যুতস্পৃষ্টে গৃহকর্মীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৫ অক্টোবর ॥ বুধবার সকাল সাড়ে নয়টায় শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হামলাকোলা গ্রামে শাহীন হাজির বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে গৃহকর্মী অসীমের (১২) মৃত্যু হয়েছে। জানা গেছে, শাহীন হাজির তাঁত কারখানা ঘরের ওপর ভেজা কাঁথা মেলতে গিয়ে বিদ্যুতের খোলা তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই অসীমের মৃত্যু হয়। সকাল দশটার সময় অসীমকে লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াবাসহ দুই মহিলা আটক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বুধবার বিকেলে শহরের বড়গোলা থেকে ইয়াবাসহ মাদক বিক্রেতা দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নিকট এক হাজার ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলো মনিরা ও রাজিয়া সুলতানা। ৭০ হাজার টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের বিশ্বনাথে এনজিও কর্মী জাহেদ আহমদকে ছুুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় তার সহকর্মী সাইফুল ইসলাম আহত হয়েছেন। গুরুতর অবস্থায় জাহেদকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাঞ্চ ম্যানেজার জয়নাল আবেদিন জানান, মঙ্গলবার রাতে ঐ এলাকা থেকে ঋণ আদায় করে মোটরসাইকেল যোগে অফিসে ফেরার পথে ৩-৪ ছিনতাইকারী তাদের আক্রমণ করে। এ সময় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা ৭০ হাজার ১৬০ টাকা ও জাহেদের মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। দেয়ালচাপায় মহিলার মৃত্যু সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৫ অক্টোবর ॥ বেলকুচিতে দেয়ালচাপায় রহিমা বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বেলকুচি উপজেলার চরচালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম চরচালা গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, চরচালা গ্রামের হাজী আমিরুল ইসলামের বাড়ির দেয়ালের পাশেই ঝুপড়ি ঘরে বসবাস করতেন রহিমা বেগম। রাতে তিনি খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই দেয়াল ধসে পড়ে। এতে রহিমা বেগম দেয়াল চাপায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রদল নেতা আটক নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ অক্টোবর ॥ ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শহরের কমলাপুর বাসভবন থেকে বেনজির আহমেদকে আটক করা হয়। পুলিশ জানায়, পুরনো একটি মামলায় বেনজির আহমেদ তাবরিজকে আটক করা হয়েছে। হবিগঞ্জে সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৫ অক্টোবর ॥ নিম্নবর্ণের এক মেয়ের বিয়ে নিয়ে বুধবার দুপুরে বানিয়াচঙ্গের দক্ষিণ সাঙ্গরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে টেঁটাবিদ্ধসহ ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে মুমুর্ষ অবস্থায় টেটাবিদ্ধ আব্দুল আজিজকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া গুরুতর আহত সোবহান, মনির, মনু, আলী, কানু, কালু, হেকিম ও খায়েরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা সামছু মিয়ার পুত্র আব্দুর রহমান ১৫ দিন আগে সদর উপজেলাধীন হুরগাঁও গ্রামে নিম্নবর্ণের এক মেয়েকে বিয়ে করে। আর এই বিয়ের পর থেকেই রহমানকে তার পরিবারের সদস্যরা চাপ দিয়ে বলে সে কেন নিম্নবর্ণের মেয়েকে বিয়ে করল। এজন্য নাকি এই পরিবারের মানসম্মান ক্ষুণœ হয়েছে। এমতাবস্থায় বিষয়টি সমাধানের লক্ষ্যে বুধবার বৈঠকে আব্দুল গণি ও বজলুর রহমানের সঙ্গে একই গ্রামের আপিল উদ্দিনের বাকবিত-া হয়। এই ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ ঘটে। এতে ৫০ জন আহত হয়। নির্মাণ শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক নির্মাণ শ্রমিকের। রেজাউল করিম নামের এই শ্রমিকের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকায়। বুধবার এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নির্মাণ শ্রমিক রেজাউল কাজ করছিলেন নগর ভবন কমিউনিটি ক্লিনিকের। অসতর্কতাবশত ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৩৩ বছর পূর্তি উৎসব নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ অক্টোবর ॥ নানা কর্মসূচীর মধ্যদিয়ে বুধবার সাম্য, ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উৎসব পালন করা হয়। বুধবার সকালে সংগঠনের কার্যালয় থেকে ঘোড়া ও মহিষের গাড়িসহ নানা বর্ণে সজ্জিত একটি আনন্দ র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান, খলিলুর রহমান, নুরুল হুদা স্বপন, সভাপতি রাশিদুজ্জামান মলয়।
×