ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রজতজয়ন্তীতে বর্ণিল সাজে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৬:৫১, ২৬ অক্টোবর ২০১৭

রজতজয়ন্তীতে বর্ণিল সাজে জাতীয় বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে ‘রজতজয়ন্তী’ পালন কর্মসূচীর প্রথম দিন ছিল বুধবার। গাজীপুর ক্যাম্পাসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এদিনটি পালিত হয়। রজতজয়ন্তী উপলক্ষে গোটা ক্যাম্পাসও সেজেছে বর্ণিল সাজে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে দুপুরে সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন। পরে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’-এই সেøাগানকে উপজীব্য করে একাডেমিক ভবনের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে শোভাযাত্রাটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও আইইউটি মূল ফটক হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে সব অনুষদের ডীন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শন, উদ্বোধনী দিবসের আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ। আলোচনা সভায় এ্যাডভোকেট রহমত আলী এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি এবং সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আবদুল মমিন চৌধুরী এবং প্রাক্তন প্রো-ভাইস-চ্যান্সেলর ও বর্তমানে ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজি (আইইউটি)-র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
×