ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ০৬:৫০, ২৬ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পতেঙ্গায় বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আবু বকর জনি (২৫) নামের এ যুবক নারকেলতলা এলাকার বি আলম গলির রফিকের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পতেঙ্গা থানা পুলিশ জানায়, আবু বকর জনি স্নাতক শ্রেণীতে পড়ালেখার পাশাপাশি একটি ফোন ফ্যাক্সের দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার রাতে সে তার কাজিন দিদারসহ প্রাইভেট কারের জ্বালানি সংগ্রহ করতে যায়। রিফুয়েলিং স্টেশন থেকে জ্বালানি গ্রহণ করে ফেরার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায়। এতে পাশের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। মারাত্মকভাবে আহত হয় জনি। হাসপাতাল নেয়ার পথেই তার মৃত্যু হয়। মীরসরাইয়ে কলেজছাত্র সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের ভাঙ্গা দোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুর রহিম বাদশাহ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টা ফযরের নামাজ শেষে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম মহাজনহাট ফজলুল রহমান কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সাতক্ষীরা সীমান্তে নারী-পুরুষসহ আটক ২১ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত থেকে নারী, পুরুষ, শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। বুধবার সকাল আটটার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকরা জানায়, তারা বাংলাদেশী। কেউ চিকিৎসা নিয়ে, আবার কেউ কাজ করে অবৈধপথে দেশে ফেরার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটকদের মধ্যে ছয়জন নারী, ১০ পুরুষ ও পাঁচ শিশু রয়েছে। বিজিবি জানায় গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন গ্রামের ২১ জন ছয় মাস আগে ভারতে যায়। বুধবার সকালে তারা সীমান্ত পেরিয়ে তলুইগাছা বাজারে আসে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। নীলফামারীতে কাইযেন কনভেনশন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সামগ্রিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক জেলা কাইযেন কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কনভেনশনের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক (গবেষণা ও প্রকাশনা) হাসান তারিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, তাহমিন হক ববী, শীষ রহমান, আজিজুল ইসলাম বুলু প্রমুখ। কনভেনশনে জেলার ২২টি সরকারী দফতর তাদের কর্মস্থলের ক্ষুদ্র ক্ষুদ্র আধুনিকায়নের প্রামাণ্যচিত্র উপস্থাপন করে।
×