ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুয়েট শিক্ষক জখম

প্রকাশিত: ০৬:৪৮, ২৬ অক্টোবর ২০১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুয়েট শিক্ষক জখম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষক জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিক্ষকের নাম সাকিব জুবায়ের। তিনি রুয়েটের আরবান এ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের শিক্ষক। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর আক্টয় মোড় এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই শিক্ষক রাত সাড়ে ৮টার দিকে নগরীর আক্টয় মোড় এলাকায় তার ভাড়া বাড়িতে ফিরছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার বাসার সামনেই পথরোধ করে শিক্ষক সাকিব জুবায়েরের কাছে থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা মানিব্যাগসহ টাকা, একটি মোবাইল ফোন ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত শিক্ষককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। জমি নিয়ে বিরোধ ॥ গৃহবধূকে হাতুড়িপেটা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৫ অক্টোবর ॥ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক গৃহবধূকে হাতুড়িপেটা করেছে। এ সময় তারা ঐ গৃহবধূকে শরীরের বিভিন্ন অঙ্গে কামড়িয়ে ও টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করে। বুধবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল নাগেরবাগ এলাকায় ঘটে এ ঘটনা। জানা যায়, তার স্বামী রফিক মোল্লা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাসী জীবন-যাপন করে আসছে। স্বামীর অনুপস্থিতে গৃহবধূ ও তার দু’সন্তান স্বামীর বাড়িতে বসবাস করে আসছে। মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী মাহাবুব মিয়া তার সীমানা দখল করার চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে মাহাবুব মিয়া তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এদিকে বুধবার দুপুর ১২টার দিকে পুনরায় সীমানা দখল করতে গেলে গৃহবধূ জেয়াসমিন বাধা দেয়। এতে মাহাবুব মিয়া ও তার স্ত্রীসহ স্বজনরা ক্ষিপ্ত হয়ে গৃহবধূর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা জেয়াসমীন আক্তারকে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটায়।
×