ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মধুপুর বনাঞ্চলের নয় কিমি সড়কে অপরাধ বাড়ছে

প্রকাশিত: ০৬:৪৮, ২৬ অক্টোবর ২০১৭

মধুপুর বনাঞ্চলের নয় কিমি সড়কে অপরাধ বাড়ছে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৫ অক্টোবর ॥ টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বনাঞ্চলের নয় কিলোমিটার সড়ক অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বহুজাতিক কোম্পানির কর্মী রুপা খাতুনকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করে এই এলাকায় ফেলে রাখা হয়। এরপর থেকে আলোচনায় এসেছে অপরাধপ্রবণ এ মহাসড়কটি। স্থানীয়রা এ সড়কে পুলিশি টহল জোরদার এবং সন্ধ্যার পর পুলিশ প্রহরায় যানবাহন পারাপারের দাবি করেছে। স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার পঁচিশমাইল বাসস্ট্যান্ড থেকে রসুলপুর পর্যন্ত নয় কিলোমিটার রাস্তার দু’পাশে বনাঞ্চল। মহাসড়কের এ অংশটুকুর একমাত্র টেলকি বাসস্ট্যান্ড ছাড়া রাস্তার পাশে কোন বাড়িঘর বা লোকালয় নেই। ফলে নির্জন এলাকা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ছিনতাই, ডাকাতির মতো ঘটনা ঘটছে প্রায়ই। ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় ওই অঞ্চল থেকে অপরাধীরা এসে খুব সহজেই অপরাধ করে বনের ভেতরের রাস্তা দিয়ে চলে যায়। মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাও ঘটে অনেক সময়। বিগত ২০০৯ সালের জানুয়ারিতে সন্ধ্যার পর বাসে যাওয়ার সময় বাসন্তি মাংসাং নামক আদিবাসী এক শিক্ষিকা ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন। ওই হত্যার প্রতিবাদে এলাকার আদিবাসীরা আন্দোলন শুরু করেন। তাদের দাবির প্রেক্ষিতে পঁচিশমাইল থেকে রসুলপুর পর্যন্ত সন্ধ্যার পর যানবাহন পুলিশী প্রহরায় পারাপারের ব্যবস্থা নেয়া হয়। কিন্তু গত প্রায় আড়াই বছর ধরে পুলিশ প্রহরায় যানবাহন পারাপার বন্ধ রয়েছে বলে জানিয়ে পুলিশ সূত্র। তবে এ রাস্তায় সব সময় পুলিশি টহল থাকে। পুলিশ সূত্র জানায়, গত দু’বছরে এ সড়কের আশপাশ থেকে অন্তত পাঁচটি লাশ উদ্ধার করা হয়। অপরাধীরা অন্য স্থানে হত্যা করে অথবা এ নির্জন এলাকায় এনে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। ছিনতাই-ধর্ষণের মতো ঘটনাও ঘটে প্রায়ই। গত বছরের পহেলা এপ্রিল ধনবাড়ীতে বিনিময় পরিবহনের একটি বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের পর এ রাস্তার কাছেই ফেলে রেখে যায় ধর্ষকরা। গত ২৭ জুলাই এ সড়কের পাশ থেকেই তানিম (৮) নামক এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে মুক্তিপণের দাবিতে ময়মনমিংহের মুক্তাগাছা থেকে অপহরণ করা হয়। গত ২২ জুলাই জলছত্র বাজার থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় পুলিশ এ মহাসড়ক থেকে তিন ছিনতাইকারীকে আটক করে।
×