ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ড ‘এ’ দল ৪ উইকেটে পরাজিত

সিরিজ জিতল বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৪, ২৬ অক্টোবর ২০১৭

সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে গেছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার চতুর্থ ওয়ানডেতে ৪ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে প্রথম ওয়ানডে বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতে বাংলাদেশ। এরপর তৃতীয় ওয়ানডেটিও বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল। পরে দুই দল সমঝোতায় এসে সূচী পরিবর্তন করে নেয়। তাতে করে মঙ্গলবার তৃতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ৮ উইকেটে ম্যাচটি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। বুধবার চতুর্থ ওয়ানডেতে সিরিজ জিতে নেয়। তবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে হওয়া চতুর্থ ওয়ানডেটি ৫০ ওভারের হয়নি। হয়েছে ২০ ওভারের। দুই দলই ৫০ ওভারের ম্যাচটি ২০ ওভার করে খেলতে সম্মত হয়েছে। তবে ২০ ওভারের ম্যাচ হলেও টি২০ ম্যাচ নয়। ওয়ানডে ম্যাচই ধরা হচ্ছে। ম্যাচটিতে টস জিতে সফরকারীদের ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। আইরিশরা দুর্দান্ত ব্যাটিংও করে। এ্যান্ড্রু বালবির্নির ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭০ রান করে আয়ারল্যান্ড। ইমরান আলী এনাম সর্বোচ্চ ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে আল-আমিন জুনিয়রের ৬৭ ও নাজমুল হোসেন শান্তর ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ১৭২ রান করে ম্যাচ জিতে বাংলাদেশ। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে ২ বল বাকি থাকতে জিতে বাংলাদেশ। আজ সিরিজে পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। স্কোর ॥ চতুর্থ ওয়ানডে আয়ারল্যান্ড ‘এ’ দল ইনিংস ১৭০/৭; ২০ ওভার (বালবির্নি ৮৩, টেরি ২৮; এনাম ৩/৩৩)। বাংলাদেশ ‘এ’ দল ইনিংস ১৭২/৬; ১৯.৪ ওভার (আল আমিন ৬৭, শান্ত ৪৭, জাকির ২২)। ফল ॥ বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ এ্যান্ড্রু বালবির্নি (আয়ারল্যান্ড ‘এ’ দল)।
×