ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের বাজেট বাড়িয়েছে রাশিয়া

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ অক্টোবর ২০১৭

বিশ্বকাপের বাজেট বাড়িয়েছে রাশিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছরেই রাশিয়ায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ২০১৮ বিশ্বকাপ ফুটবল আসরের জন্য বাজেট ৩৪.৫ বিলিয়ন রুবেলস (৬০০ মিলিয়ন মার্কিন ডলার, ৫১০ মিলিয়ন ইউরো) পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারী ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সবমিলিয়ে টুর্নামেন্টের বাজেট ৫.৪ শতাংশ বাড়ানো হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। এর ফলে ৬৪৩.৫ বিলিয়ন রুবেলসের বাজেট বেড়ে দাঁড়িয়েছে ৬৭৮ বিলিয়ন রুবেলসে। এর মধ্যে রাশিয়ার ফেডারেল বাজেট থেকে ৩৯০ বিলিয়ন রুবেলস প্রদান করা হবে। এছাড়া ৯১.৯ বিলিয়ন রবেলস আসবে রিজিওনাল বাজেট থেকে। বাকি অর্থ বিভিন্ন প্রতিষ্ঠান ও পৃষ্ঠপোষকদের কাছ থেকে সমন্বয় করা হবে। এর আগে গত মে মাসেও বিশ্বকাপের বাজেট ৪.৭ বিলিয়ন রুবেলস বৃদ্ধি করেছিল রাশিয়া। আগামী বছর ১৪ জুন থেকে শুরু হবে ফুটবলের এই মহাযজ্ঞ। ১৫ জুলাই পর্যন্ত রাশিয়ার ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্বপ্নের এই বিশ্বকাপ।
×