ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিপিএল

মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগাতে চান মুডি

প্রকাশিত: ০৬:৪২, ২৬ অক্টোবর ২০১৭

মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগাতে চান মুডি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) শুরু হবে ৪ নবেম্বর। এ লীগে অংশ নিতে এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের অধিনায়ক ও আইকন ক্রিকেটার হচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর কোচ হচ্ছেন টম মুডি। যেহেতু দলে আছেন মাশরাফি, তাই তার অভিজ্ঞতা কাজে লাগাতে চান মুডি। মঙ্গলবার রাতে ঢাকায় পা রেখে বুধবারই দলকে নিয়ে অনুশীলনে নেমে পড়েন। এরপর অস্ট্রেলিয়ান কোচ মুডি বলেন, ‘মাশরাফি অনেক অভিজ্ঞ। তার অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের অনেক কাজে লাগবে। আমি এর আগে মাশরাফির সঙ্গে কাজ করিনি। এবার সুযোগ মিলেছে কাজ করার। আপাতত সেদিকেই তাকিয়ে আছি।’ রংপুর রাইডার্স এবার শক্তিশালী দল গড়েছে। দলে দেশী ক্রিকেটারদের মধ্যে মাশরাফি, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান, ফজলে মাহমুদ, জিয়াউর রহমান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, এবাদত হোসেন, সোহাগ গাজী, আবদুর রাজ্জাক, ইলিয়াস সানীদের সঙ্গে বিদেশী ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককুলাম, রবি বোপারা, থিসারা পেরেরা, ডেভিড উইলি, সামিউল্লাহ সেনওয়ারি, কুশল পেরেরা, লাসিথ মালিঙ্গা, স্যামুয়েল বাদরির মতো ক্রিকেটাররা রয়েছেন। এ ক্রিকেটারদের নিয়ে রংপুর এবার পঞ্চম বিপিএলে শিরোপা জিততে চায়। এর আগে মাশরাফির নেতৃত্বে ঢাকা দুইবার, কুমিল্লা একবার চ্যাম্পিয়ন হয়। বিপিএলে টানা তিনবার চ্যাম্পিয়ন হয় মাশরাফির নেতৃত্বে থাকা দল। মাঝখানে চতুর্থ আসরে মাশরাফি চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার আবার চ্যাম্পিয়ন হতে চান। এ জন্য দলও গড়া হয়েছে শক্তিশালী। বিদেশী টি২০ স্পেশালিস্ট ক্রিকেটারদেরই দলে ভেড়ানো হয়েছে। মুডির আশা, ‘আশা করছি মাশরাফির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ও দলের বাকিদের সহায়তায় আমরা ভাল করব। ক্রিকেটের যে কোন ফরমেটেই অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই সেরাটা দিলে অবশ্যই ভাল করা সম্ভব।’ বিপিএলে প্রথমবারের মতো যুক্ত হলেন মুডি। আইপিএলে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের কোচ ছিলেন মুডি। বিপিএলে কাজ করার অভিজ্ঞতা নতুন হলেও অনেক আগে থেকেই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের খোঁজ-খবর রাখেন এই অস্ট্রেলিয়ান কোচ। দেখা যাক এবার মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগিয়ে মুডি নিজ দলকে চ্যাম্পিয়ন করাতে পারেন কিনা। অবশ্য মাশরাফির পাশাপাশি দলের অন্য অভিজ্ঞদের ওপরও ভরসা রাখতে চান ১৯৯৯ সালে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেয়া টম মুডি, ‘অভিজ্ঞতা সব ফরমেটেই গুরুত্বপূর্ণ। টি২০ও এর বাইরে নয়। আমাদের দলে বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। অভিজ্ঞরা তরুণদের মাঝে তাদের অভিজ্ঞতা বিলিয়ে দিবে। যার ফলে গ্রুপ হিসেবে দলের পক্ষে ভাল ফল আনা সম্ভব হবে।’ দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষ করে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার অনুশীলনে না থাকলেও আজ থেকে অনুশীলনে থাকবেন বাংলাদেশের সেরা এই অধিনায়ক। দলটির বিদেশী খেলোয়াড়রা ২৭ অক্টোবর থেকে অনুশীলনে যোগ দেবেন।
×