ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সায় নেই স্মিথ- ডুপ্লেসিসদের

প্রকাশিত: ০৬:৪১, ২৬ অক্টোবর ২০১৭

সায় নেই স্মিথ- ডুপ্লেসিসদের

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে সম্প্রতি কিছু সিদ্ধান্ত নেয় খেলাটির নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। যার মধ্যে অন্যতম হচ্ছে টেস্টের চ্যাম্পিয়নশিপ আয়োজন এবং পাঁচদিনের পরিবর্তে পরীক্ষামূলকভাবে চারদিনের টেস্ট চালু করা। চ্যাম্পিয়নশিপ নিয়ে দ্বিমত না থাকলেও বর্তমান-সাবেক অনেক তারকা ক্রিকেটারই চারদিনের টেস্টের বিপক্ষে। ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি পাঁচদিনের টেস্ট খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সে কারণে চাই এটা পাঁচদিনেই সীমাবদ্ধ থাকুক। ঠিক যেভাবে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এই ধরনের টেস্ট ম্যাচের একটি আলাদা ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। আমি মনে করি টেস্ট যখন পঞ্চমদিনে গড়ায় তখন তার ভিন্ন একটি আমেজ তৈরি হয়। এটাই টেস্ট ম্যাচের বৈশিষ্ট্য।’ দেশটির আরেক তারকা ডেভিড ওয়ার্নারেরও একই মত, ‘চারদিনের টেস্টের প্রতি আমার কোন ধরনের আগ্রহ নেই। টেস্ট ম্যাচে অনেক ধরনের বৈচিত্র্য আছে। কোন কোন ম্যাচ মাত্র তিনদিনেই শেষ হয়ে যায়। আবহাওয়াও এখানে একটি প্রভাব বিস্তার করে। দীর্ঘ সময়ে ম্যাচকে ধরে রাখার মধ্যে অনেক কিছুই জড়িত থাকে। কার্যত যে দল বেশি ফিট তারাই টেস্ট ম্যাচে টিকে থাকে, এর মধ্যে সত্যিকার অর্থেই আলাদা একটি আমেজ আছে।’ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান জেমস সাদারল্যান্ড ট্রায়াল ভিত্তিতে চারদিনের টেস্ট আয়োজনের পক্ষে মত দিলেও একই সঙ্গে ইঙ্গিত দেন খুব দ্রুত অস্ট্রেলিয়া এই ধরনের ক্রিকেটে অংশ নেবে না। এখনও এ ব্যাপারে আরও কিছু জানার প্রয়োজন আছে। বিশেষ করে আগামী দুই বছরে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট নিয়ে অসিদের ব্যস্ত সময় পার করতে হবে। তাই এখনই চারদিনের টেস্টের জন্য খেলোয়াড়দের ওপর কোন ধরনের চাপ সৃষ্টি করতে চাইছেন না তিনি। বিশ্বজুড়ে টি২০’র দাপটে টেস্ট ক্রিকেটের প্রতি দর্শকের আগ্রহ কমছে। ইতোমধ্যে ডে-নাইট টেস্টের প্রচলন শুরু হয়েছে। বছরের শেষে ঘরের মাঠে জিম্বাবুইয়ের সঙ্গে চারদিনের টেস্ট ম্যাচ খেলতে আইসিসির অনুমতি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বিষয়টি তাই ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছে। অনেকেই এ নিয়ে কথা বলছেন। তাদের বেশিরভাগই চারদিনের টেস্টের পক্ষে নন। আরেক শক্তিধর দেশ দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস বলেন, ‘আমি পাঁচদিনের টেস্টের ভক্ত। বিশ্বাস করি, টেস্ট ক্রিকেটের সেরা ম্যাচগুলো পাঁচদিনের শেষ ঘণ্টায় অনুষ্ঠিত হয়েছে। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, বিশেষত্ব। পুরো পাঁচদিন লড়াই করে আপনাকে জয়ের সুযোগ তৈরি করতে হয়। বোলারদের অনেক বেশি বল করতে হয় এবং ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলতে হয়। পাঁচদিনের টেস্ট কেন প্রয়োজন জানেন? একটি দিন বৃষ্টিতে কিংবা দুই-তিনটি সেশন খেলা না হলে পঞ্চমদিনে ফল পাওয়া যাবে। আমি পাঁচদিনের টেস্টের পক্ষে এবং তাতেই সন্তুষ্ট।’ কিছুটা ব্যতিক্রম নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, ‘চারদিনের টেস্ট বা পাঁচদিনের টেস্ট নিয়ে কী বলব? আমার ধারণা, চারদিনের প্রথম শ্রেণীর ক্রিকেট কারও কাছেই অজানা নয়। আমি মনে করি, ক্রিকেট বিশ্বের সবাই চারদিনের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছে। সময়ই বলে দেবে চারদিনের টেস্ট কতটুকু কার্যকর হয়।’
×