ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইংলিশ লীগ কাপ, শেষ আটে আর্সেনাল, ম্যানইউ ও লিচেস্টার সিটি

ব্রাভোর নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

প্রকাশিত: ০৬:৩৯, ২৬ অক্টোবর ২০১৭

ব্রাভোর নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ গোলরক্ষক ক্লদিও ব্রাভোর দুর্দান্ত নৈপুণ্যে ভর করে ইংলিশ লীগ কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে জয় পেতে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে গেপ গার্ডিওলার দলকে। দ্বিতীয় বিভাগের দল ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোন গোল পায়নি সিটি। অর্থাৎ ১২০ মিনিটের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। এরপর খেলা গড়ায় ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে। সেখানে ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে স্বাগতিকরা। সিটির হয়ে প্রথম চারজনই গোল করেন। ওয়ান্ডারার্স প্রথম শটে গোল পেলেও পরের দু’টি শট রুখে দেন সিটির চিলিয়ান গোলরক্ষক ব্রাভো। তাতেই জয় নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে সিটি। শেষ আটে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবটি সোয়ানসি সিটিকে ২-০ গোলে হারিয়ে পরবর্তীপর্বে খেলা নিশ্চিত করে। রেড ডেভিলসদের জয়ে দুটি গোলই করেছেন ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ড। কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনালও। গানার্সরা ২-১ গোলে নরউইচ সিটিকে হারিয়েছে। জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে তাদের। প্রথমে পিছিয়ে থাকার পর শেষদিকে সমতা ফেরায়। এরপর অতিরিক্ত সময়ে গোল করে জয় পায় আর্সেন ওয়েঙ্গারের দল। আরেক ম্যাচে লিচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে এবং ব্রিস্টল সিটি ৪-১ গোলে জিতেছে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। দ্বিতীয় সারির ক্লাব নরউইচ সিটির বিরুদ্ধে ভাগ্যক্রমে জিতেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ২-১ গোলে জিতে শেষ আট নিশ্চিত করে তারা। ম্যাচের ৩৪ মিনিটে জস মার্ফির গোলে পিছিয়ে পড়ার পর ৮৫ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান এডওয়ার্ড কেইটা। আর ৯৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ইংলিশ তরুণ এই ফরোয়ার্ড। ওয়ান্ডারার্সের বিরুদ্ধে ম্যানসিটি পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত তাই ভাগ্য নির্ধারণী পেনাল্টি শূটআউটে জিততে হয়েছে তাদের। এ জয়ের জন্য গোলরক্ষক ব্রাভোকে কৃতিত্ব দিয়েছেন কোচ পেপ গার্ডিওলা। গত মৌসুম মোটেও ভাল কাটেনি চিলিয়ান এ গোলরক্ষকের। চিলিকে বিশ্বকাপেও নিতে পারেননি তিনি। অব্যাহত সমালোচনার মধ্যে তিনি এ ম্যাচে নিজের সেরা পারফর্মেন্স প্রদর্শন করেছেন। গার্ডিওলা বলেন, গত মৌসুম ব্রাভোর জন্য মোটেও সহজ ছিল না। কিন্তু সে একজন উঁচুমানের গোলরক্ষক। আরেকবার এ প্রমাণ রাখল। এদিকে দুর্দান্ত ফর্মে থাকা টটেনহ্যাম হটস্পারের তারকা হ্যারি কেনকে কিনতে হলে রেকর্ড পরিমাণ ২৫০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। চলতি মৌসুমে ১২ ম্যাচ থেকে ১৩ গোল করা এই ইংলিশ তারকা গ্যারেথ বেল ও লুকা মডরিচের পথ ধরে স্পেনের দিকেই পাড়ি জমাবে বলে গুজব উঠেছে। তবে ২০১৩ সালে তৎকালীন রেকর্ড গড়া ১০০ মিলিয়ন ইউরোতে বেলকে দলে ভেড়ানো পেরেজ এবার একটু চিন্তিত। টটেনহ্যাম সভাপতি ডেনিয়েল লেভির সঙ্গে তার বিষয়ে কথা বলতেই অস্বস্তি বোধ করেন পেরেজ। তিনি বলেন, আমার মতে সে (কেন) অসাধারণ একজন খেলোয়াড়। সেই সঙ্গে সে এখনও বয়সে তরুণ। তাই নিজেকে আরও সামর্থ্যবান করার জন্য অনেক সময় পাবে। পরবর্তী দল বদলের জানালা খুলতে খুলতে তার দক্ষতা যদি ধরে রাখতে পারে তাহলে দল বদলের বাজারে ২২২ মিলিয়ন ছাড়িয়ে যাবে। যে অর্থের বিনিময়ে গত আগস্টে বার্সিলোনা থেকে নেইমারকে ছিনিয়ে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। রিয়াল সভাপতি বলেন, আমি তার দল বদল নিয়ে কথা বলিনি। কারণ আমি যদি জিজ্ঞেস করি তাহলে তার মূল্য ২৫০ মিলিয়ন ইউরোও চেয়ে বসতে পারে।
×